Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ভোট কাটুয়া ভাগাও! INDIA-কে শক্তিশালী করতে নয়া টোটকা মমতার

সংহতি দিবসে মমতার মুখে আবার খেলা হবে স্লোগান।

Mamata Banerjee calls to strengthening INDIA Alliance against BJP
Published by: Subhajit Mandal
  • Posted:December 6, 2023 6:21 pm
  • Updated:December 6, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোবলয়ের ৩ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে নয়া স্ট্র্যাটেজি তুলে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো বলছেন, যারা ইন্ডিয়া জোটের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে পারে, তাদের শনাক্ত করতে হবে। এবং তারা যদি ইন্ডিয়া (INDIA) জোটের মধ্যে থাকে, তাহলে বের করে দিতে হবে। মমতা স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যে ফর্মুলায় আসন সমঝোতা করবে, সেটা তৃণমূল মেনে চলবে।

চার রাজ্যের ভোটে কংগ্রেসের (Congress) বিপর্যয় নিয়ে মমতা আগেই বলে দিয়েছিলেন, এটা বিজেপির জয় নয়। কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটির অঙ্কে জিতেছে বিজেপি। এদিন কলকাতায় তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার সে কথা মনে করিয়ে দেন। মমতা দাবি করেন, ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে, তাহলে বিজেপিকে হারানো যাবে। সেজন্য ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমের টান! পরীক্ষা দেওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে উধাও তিন ছাত্রী, তার পর…]

সংহতি দিবসের সমাবেশে তৃণমূল নেত্রীর বার্তা, “বিজেপিকে কোনও ভোট নয়। ওরা বিভেদের রাজনীতি করে। ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে। সকলকে একজোট করে লড়তে হবে। ঐক্যবদ্ধভাবে লড়লে আমরাই জিতব।” মমতা বলেন, “৩ রাজ্যের ফল আসলে বিজেপির (BJP) জয় নয়। কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটিতে জিতেছে বিজেপি। যারা ইন্ডিয়ার মধ্যে থেকে ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, তাঁদের শনাক্ত করতে হবে। সিপিএম (CPIM) যেমন বিজেপির সঙ্গে জোট করেছে। ওদের একটাও ভোট নয়।”

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: কড়া সিদ্ধান্তের পথে অ্যান্টি র‌্যাগিং কমিটি, অভিযুক্ত ‘আলু’কে সাসপেন্ডের সুপারিশ]

এদিন তৃণমূল নেত্রীর মুখে ফের শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। মমতা বলেন, “২০২৪-এ আবার খেলা হবে।” সেই সঙ্গে মমতা স্পষ্ট করে দিয়েছেন, ২৪-এ জোটের আসন ফর্মুলা মেনেই  লড়বে তৃণমূল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement