ফাইল ছবি।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা নির্বাচনের আগে INDIA জোট নিয়ে জল্পনা উসকে দিলেন খোদ তৃণমূল নেত্রী। স্পষ্ট জানালেন, বঙ্গে তৃণমূলকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। নইলে তৃণমূল ৪২ আসনে একাই লড়তে প্রস্তুত। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সঙ্গে কালীঘাটের দলীয় কার্যালয়ে বৈঠক করে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। INDIA জোটের শরিক কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকেও কার্যত বার্তা দিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) গুরুত্ব দিতে নারাজ মমতা। নাম না করে ‘কোনও ফ্যাক্টর নয়’ বলে মন্তব্য তাঁর।
নির্বাচনের আগে বিভিন্ন জেলা সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের পরিধি বেঁধে দিয়েছিলেন দলের নেতা, কর্মীদের। শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই তাঁর বক্তব্য, ”INDIA জোটের অন্যতম বড় শরিক আমরা। সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে RSP-সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব। সেক্ষেত্রে ৪২ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।”
উল্লেখ্য, INDIA জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বাংলার শাসকদল। গোড়া থেকেই তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত গুরুত্ব পেয়েছে। জোটের প্রত্যেক বৈঠকেই নানা প্রস্তাব রেখেছেন তিনি। সেইমতো পরবর্তী পদক্ষেপও নেওয়া হয়েছে। বাংলায় লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসন পাওয়া তৃণমূলের গুরুত্বও বুঝিয়ে দিয়েছেন বারবার। আর তার পর থেকে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট জটিলতা বেড়়েছে। মমতার ওয়ান বাই ওয়ান ফর্মুলা অনুযায়ী, বাংলায় সবচেয়ে শক্তিশালী তৃণমূল, তাই তাদেরই গুরুত্ব দিতে হবে। এদিকে কংগ্রেসের তরফে আরও বেশি আসন চাওয়া হয়েছে। ফলে জোট সমীকরণ চূড়ান্ত হওয়া দূর অস্ত, একাই লড়তে প্রস্তুত তৃণমূল। মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.