Advertisement
Advertisement

নোট বাতিলে ক্ষোভ, রাষ্ট্রপতিকে ফোন মমতার

মঙ্গলবারই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee calls President
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2016 3:20 pm
  • Updated:November 13, 2016 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার রাস্তায় নেমে সাধারণ মানুষের দুর্ভোগের খোঁজ নিয়েছিলেন তিনি৷ আর রবিবার রাজ্যবাসীর কষ্ট লাঘবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের দিন গুজরান করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে রাষ্ট্রপতিকে জানিয়েছেন মমতা৷ পরে সে কথা টুইট করে বিস্তারিত জানান খোদ মুখ্যমন্ত্রীই৷ আগামী ১৬ বা ১৭ নভেম্বর দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন প্রণব মুখোপাধ্যায়৷ সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের হয়রানির পূর্ণাঙ্গ ছবি তুলে ধরবেন মমতা, খবর সূত্রের৷ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন লালুপ্রসাদ যাদব-সহ বিজেপি বিরোধী অন্যান্য দলের শীর্ষ নেতারাও৷ থাকতে পারেন সিপিএমের শীর্ষস্থানীয় নেতারাও৷

(এবার কলকাতায় মিলল বস্তা ভর্তি ছেঁড়া ৫০০ ও ১০০০ টাকার নোট)

পাঁচশো, এক হাজার টাকার নোট বাতিলের ইস্যুকে অস্ত্র করে বিজেপিকে একঘরে করার কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-বিরোধী সব দল এমনকী, সিপিএমকেও সঙ্গে নিয়ে একজোটে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী৷ গতকাল, নবান্নে মমতা বলেছেন, “তৃণমূল সংসদীয় দল সব দলের সঙ্গে আলোচনা করবে৷ আদর্শগতভাবে বিরোধ থাকলেও এই ইস্যুতে সিপিএমের সঙ্গে কাজ করতে আপত্তি নেই৷ কংগ্রেস, মায়াবতী, মুলায়ম বা সিপিএম যাঁরাই সমর্থন দিচ্ছেন, একসঙ্গে কাজ করব৷ আমরা নেতৃত্ব দিতে চাই না৷ দ্বিতীয় সারিতে বসব৷ না হলে দেশটা বিক্রি হয়ে যাবে৷ মানুষ শেষ হয়ে যাবে৷ বৃহত্তর স্বার্থে আমরা একজোটে লড়তে চাই৷’’ আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তিনি বলেছেন, “মোদি মানে ব্যাধি সরকারকে জব্দ করার জন্য জেলে পোরা হলেও, গুলি করা হলেও পরোয়া করি না৷” বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কাদের ঝুলি ভরতে এই সিদ্ধান্ত, দেশের কত কোটি ক্ষতি হল সবটা সুপ্রিম কোর্টের কর্মরত পাঁচ বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “দেশটাকে কি বিক্রির জন্য না কাউকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত? বাজার অর্থনীতি ধ্বংস হয়েছে৷ প্রথমদিনেই ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে৷”

Advertisement

(‘সেনারা না খেয়ে থাকে, আর আমরা এটুকু সহ্য করতে পারব না?’)

জাপান থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, “লোককে হুমকি দেওয়া হচ্ছে৷ বিদেশ থেকে প্রধানমন্ত্রী দেশের মানুষকে হুমকি দিচ্ছেন৷ এটা কেমন পররাষ্ট্রনীতি! দেশকে ভাসিয়ে চলে গেলেন বিদেশ৷ ‘স্ট্রিনজেন্ট অ্যাকশন’-এর মানে কী? আমাকে গুলি করে মারবে!” মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ব্যাঙ্কে একশো টাকার নোট নেই, দুই হাজার টাকার নোট ভাঙাবে কোথায়? কেন চাকরিজীবী ও করদাতারা নিজেদের টাকা তুলতে পারবেন না? বেশিরভাগ এটিএম বন্ধ, দুই হাজার টাকা নেওয়ার মতো সিস্টেমও নেওয়া হয়নি৷ আগাম কোনও প্রস্তুতি নেওয়া হয়নি৷ রাজ্যের সাতশো পঞ্চায়েতেই ব্যাঙ্ক নেই, তাহলে সারা দেশে ওই গ্রামের লোকেরা চাল-ডাল কোথা থেকে কিনবে? এক শতাংশ কালো টাকার মালিকদের জন্য ৯৯ শতাংশ মানুষ কেন দুর্ভোগ পোহাবে? মানুষের হয়রানি বোঝাতে ঘটনা তুলে ধরে তিনি জানান, চিকিৎসা করানো যাচ্ছে না৷ কত বিয়ে ভেঙে গিয়েছে৷ টেনশনের জন্য অনেকের ‘হার্ট অ্যাটাক’ হয়েছে৷ সাধারণের স্বার্থেই তিনি যে আপস করবেন না, তা স্পষ্ট বুঝিয়েছেন৷ মমতার বক্তব্য, “আসল অপরাধীদের ধরুক, কিন্তু সাধারণকে হয়রানি, বিপদে ফেলার প্রতিবাদ করবই৷ ভয় পাই না৷ মানুষকেও বলব, ভয় পাবেন না৷” বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, “শুনছি, রুলিং পার্টি জানত৷ খবরের কাগজে ও বিভিন্ন্ মিডিয়ায় দেখেছি৷ এই সুযোগে কিছু দালাল বেরিয়েছে৷ বিজেপির অনেক লোক তার মধ্যে৷” পাক-অধিকৃত কাশ্মীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তৃণমূল নেত্রী জানান, বিষয়টি সংসদে তোলা হবে৷

(কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement