Advertisement
Advertisement
Mamata Banerjee

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘সুবিধাবাদী’, মন্ত্রিসভার বৈঠকে বললেন মমতা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও উঠল কলকাতা হাই কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। তাঁকে 'সুবিধাবাদী' বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথাবার্তার মাঝে একথা বলেন তিনি।

Mamata Banerjee calls Abhijeet Ganguly an opportunist

(বাঁদিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং (ডানদিকে) অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Published by: Sayani Sen
  • Posted:March 6, 2024 8:28 pm
  • Updated:March 7, 2024 8:37 am

গৌতম ব্রহ্ম: রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও উঠল কলকাতা হাই কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। তাঁকে ‘সুবিধাবাদী’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথাবার্তার মাঝে একথা বলেন তিনি।

সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের আলোচনা চলছিল। তার মাঝে আইনমন্ত্রী মলয় ঘটক শেখ শাহজাহানের মামলার প্রসঙ্গ তোলেন। কলকাতা হাই কোর্ট সাসপেন্ডেড তৃণমূল নেতাকে সিবিআইয়ের হস্তান্তর করতে বলেছে বলেই জানান। এর পরই প্রসঙ্গ বদল করে মলয়। এবার ওঠে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা। শুনেই বেশ খানিকটা বিরক্ত হন মুখ্যমন্ত্রী। বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘সুবিধাবাদী’।

Advertisement

[আরও পড়ুন: ‘ডাহা মিথ্যে, চক্রান্ত, বিজেপিতে যাচ্ছি না’, দলবদলের জল্পনা উড়িয়ে দাবি সব্যসাচীর]

উল্লেখ্য, গত রবিবার বোমা ফাটান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করবেন বলেই জানিয়েছিলেন তিনি। সোমবারই কলকাতা হাই কোর্টে ছিল তাঁর শেষ কাজের দিন। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেন। বিজেপিতে যোগদান করছেন বলে জানিয়ে দেন। তমলুক থেকে ভোটে দাঁড়াতে পারেন বলেই জল্পনা। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ রায় দেওয়া বিচারপতি একসময় চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন। লোকসভা নির্বাচনের ঠিক আগে এহেন ব্যক্তিত্বের রাজনীতিতে যোগদান নিয়ে স্বাভাবিকভাবেই জোর আলোচনা।

তৃণমূলের মুখপাত্ররা তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই বিজেপিতে যোগ দিচ্ছেন বলেই দাবি করেন প্রাক্তন বিচারপতি। তৃণমূলের দাবি, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রাজ্যের বিরুদ্ধে একের পর এক রায় দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করলেও বার বার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তেমন কোনও কুমন্তব্য করতে দেখা যায়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রকৃত রাজনীতিক’ আখ্যা দিয়েছেন প্রাক্তন বিচারপতি। অনেকেই মনে করছেন, লোকসভা ভোটে টিকিট পেতেই রাজ্যের এত বিরোধিতা। চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ হয়ে ওঠার চেষ্টা। আর আজ মমতাও তাঁকে ‘সুবিধাবাদী’ বলেই উল্লেখ করেন। 

[আরও পড়ুন: বারাকপুরে ফের সোমনাথ-অর্জুন অনুগামীদের দ্বন্দ্ব, জখম তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement