Advertisement
Advertisement
Mamata Banerjee

উপনির্বাচনের ফলের পরই তৃণমূলের কর্মসমিতির বৈঠক, থাকবেন মমতা-অভিষেক

কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে?

Mamata Banerjee calls a meeting at Kalighat

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 22, 2024 11:45 am
  • Updated:November 22, 2024 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আগামী সোমবার বিকেল চারটেয় কালীঘাটে হবে বৈঠক। থাকবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সি -সহ কর্মসমিতির সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করা উচিত, তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর।

আগামী শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ। তার পরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, ভোট মানেই শক্তিপরীক্ষা। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফল স্পষ্ট হতেই ২৬-এর নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। সামনেই শুরু বিধানসভা ও সংসদের শীতকালীন অধিবেশন। সংসদে তৃণমূলের অবস্থান কী থাকবে, তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকে।

Advertisement

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এবিষয়ে একাধিক শীর্ষনেতারা কথা বলেছেন। কিন্তু কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। তবে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে দলের তরফে কোনও তথ্যই মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement