Advertisement
Advertisement

‘ইয়ে ডর আচ্ছা লগা! অমিত শাহকে ফোনের প্রমাণ আগামিকালই’, মমতাকে পালটা শুভেন্দুর

মিথ্যাচারের অভিযোগে শুভেন্দুকে আইনি চিঠি তৃণমূলের।

'Mamata Banerjee called Amit Shah, will prove it', says Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 19, 2023 6:15 pm
  • Updated:April 20, 2023 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল জাতীয় দলের তকমা খোয়ানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন? এই প্রশ্নে নতুন করে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধী দলনেতার এই দাবি সম্পূর্ণ মিথ্যা, বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পালটা শুভেন্দু আবার বললেন, “যথাসময়ে প্রমাণ দেব।”

মঙ্গলবার সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, “দল সর্বভারতীয় তকমা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চারবার ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু অমিত শাহজী (Amit Shah) স্পষ্ট জানিয়ে দেন তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে।” মমতার দাবি শুভেন্দুর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। এমনকী, শুভেন্দু যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে পদত্যাগ করার কথাও ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করব। না পারলে বিরোধী নেতারা নাকখত দিক।

[আরও পড়ুন: ‘এবার দিল্লিতেও ২০০ পেরবে না’, ২০২৪-এ বিজেপিকে নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ মমতার]

বিতর্ক এখানে থামেনি। উলটে আরও বেড়েছে। মমতার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দুর আবার পালটা মুখ খোলেন। পালটা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতার টুইট,”আগামিকাল এর যোগ্য জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি দিল্লিতে ফোন করার জন্য একটি ল্যান্ডফোন ব্যবহার করেছিলেন। আমি সঠিক সময়ে আপনার জারিজুরি ফাঁস করে দেব। ইয়ে ডর মুছে আচ্ছা লগা।” অর্থাৎ মুখ্যমন্ত্রী অভিযোগ প্রমাণ করার যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, সেটা গ্রহণ করলেন বিরোধী দলনেতা। একপ্রকার হুঁশিয়ারির সুরে বলে দিলেন একদিনের মধ্যেই সব প্রমাণ প্রকাশ্যে আসবেন।

[আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়ি পরে দৌড়! চমকে দিলেন ওড়িশার তরুণী, ভাইরাল ভিডিও]

হাত গুটিয়ে বসে নেই তৃণমূলও। মুখ্যমন্ত্রী স্পষ্ট করার পরও শুভেন্দু দমছেন না দেখে দলের তরফে আবার তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, তাতে কোনও সারবত্তা নেই। শুভেন্দুকে পাঠানো সেই চিঠির প্রতিলিপি অমিত শাহকেও পাঠানো হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের ছোট্ট উক্তি,”আপনাদের সঙ্গে আদালতে দেখা হবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement