ফাইল ছবি
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কোন তারিখে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস? এবার সেই আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২৯ আগস্ট বিকেল সাড়ে ৪টেয় নবান্নে সর্বদলীয় বৈঠক হবে বলে জানা গিয়েছে।
‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ্যপাল নিজেও। চলতি বছর রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) দিনটি পালন করেছেন। তবে রাজভবনের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। কবে পালিত হতে পারে পশ্চিমবঙ্গ দিবস, তা ঠিক করতে মুখ্যমন্ত্রীর পরামর্শে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করেন। সেই কমিটিতে রয়েছেন সুগত বসুও। কমিটির অন্যান্যরা হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শিউলি সাহা।
বিধানসভায় এ নিয়ে আলোচনাও হয়। প্রথম মিটিংয়ে পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য বসু। তা মেনে নেন সুগত বসুও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ছিল। তারই মধ্যে এবার শোনা গেল এ নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
বৈঠক প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য তীব্র আক্রমণ করেন তৃণমূল সরকারের উপর। বলে দেন, যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসের কোনও সম্পর্ক নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.