Advertisement
Advertisement

৭ বছর আগে আজকের দিনেই মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ, টুইটে স্মৃতিচারণ মমতার

সেদিন শপথ অনুষ্ঠানের মঞ্চ ছিল চাঁদের হাট।

Mamata Banerjee bow to Maa, Mati, Manush Seven Years Of Poriborton
Published by: Kumaresh Halder
  • Posted:May 20, 2018 4:04 pm
  • Updated:July 27, 2018 2:51 pm  

কুমারেশ হালদার: ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরের নামে শপথ করিতেছি, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব৷ আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব৷…’

দিনটা ছিল ২০ মে, ২০১১৷ আজ থেকে ঠিক সাত বছর আগে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামেদের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে এই দিন প্রথম ৩৭ জনের মন্ত্রিসভা গঠন হয়েছিল তাঁর নেতৃত্বে৷ আজ, রবিবার সাত বছর আগের ফেলা আসা স্মৃতি আরও একবার উসকে দিলেন খোদ মমতাই৷ টুইট করে প্রথম ‘মা, মাটি, মানুষে’র সরকার শপথ নেওয়ার স্মৃতিচারণায় করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘২০শে মে ২০১১-য় প্রথম মা, মাটি, মানুষের সরকার শপথ নেয়। আজকের এই বিশেষ দিনটিতে জনসাধারণকে জানাই অভিনন্দন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলা হবে বিশ্বসেরা-এটাই আমাদের অঙ্গীকার।’’

Advertisement


২০১১, ২০ মে ঠিক দুপুর ১টা ০১ মিনিটে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন৷ রাজ্যের তৎকালীন মুখ্যসচিব সমর পাল ইংরেজিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার আমন্ত্রণ জানান৷ মঞ্চে উঠেই বাংলা ভাষায় ঈশ্বরের নামে শপথ নেন তিনি৷

দীর্ঘ বাম শাসনের কফিনে শেষ পেরেক গাঁথার মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠান মঞ্চে তখন চাঁদের হাট৷ ৩২০০ আমন্ত্রণপত্র ছাপানো হলেও রাজভবন প্রাঙ্গণের মমতার শপথ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন হাজার চারেক মানুষ৷ ছিলেন বিশিষ্টরাও৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-সহ রাজ্য ও রাজ্যের বাইরের বিশিষ্ট অতিথিরা হাজির ছিলেন৷

শপথের শুরুতেই চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্য, সিঙ্গুরে নিহত তাপসী মালিকের মা-বাবা, নেতাই কাণ্ডে নিহতদের পরিবার, বর্ধমানের সাঁইবাড়ি কাণ্ডে ক্ষতিগ্রস্তরা ও দু’জন হকার, দু’জন রিকশওয়ালা, দু’জন বসতিবাসী ও দুই যৌনকর্মীর উপস্থিতে ওই দিন প্রথম বারের জন্য রাজ্যের ক্ষমতা হস্তগত করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement