সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছিল। শান্তিতে ব্যবসা করতে পারছিলেন না। মানসিক চাপ আর সহ্য করতে পারলেন না।’ ‘ক্যাফে কফি ডে’র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থের মৃত্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ফেসবুকে পোস্ট করে মৃত শিল্পপতির পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
পারিবারিক কফির ব্যবসা ছিলই। এ দেশে বৃহত্তম কফি চেন ‘ক্যাফে কফি ডে’ প্রতিষ্ঠা করে ব্যবসা জগতে বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন ভি জি সিদ্ধার্থ। সোমবার রাতে বেঙ্গালুরু থেকে ম্যাঙ্গালুরুর দিকে রওনা হয়েছিল তিনি। কিন্তু মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নেমে যান সিদ্ধার্থ। তারপর আর কোনও খোঁজ মিলছিল না। পুলিশের আশঙ্কা ছিল, উলাল সেতু থেকে নেত্রাবতী নদীতে ঝাঁপ দিয়েছেন ওই শিল্পপতি। সিদ্ধার্থের খোঁজে সোমবার রাত থেকে উদ্ধারকাজেও নেমে পড়ে পুলিশ। উদ্ধারকাজ চলাকালীন একটি রহস্যময় চিঠির হদিশ মেলে। তদন্তকারীদের দাবি, চিঠিতে ‘কফি ক্যাফে ডে’ বা সিসিডি-র মালিক লিখেছিলেন, উন্নতির পথে বারবার ব্যর্থ হয়েছেন। যাঁরা তাঁর পর ভরসা করেছিলেন, তাঁদেরও হতাশ করেছেন। তাই ব্যবসায় বিপুল ক্ষতির মুখে পড়ে ভি জি সিদ্ধার্থ যে আত্মহত্যা করেছেন, তা নিয়ে আর কোনও সন্দেহ ছিল না। শেষপর্যন্ত বুধবার ভোরে ম্যাঙ্গালুরুর হুইগে বাজারে কাছে নেত্রীবতী নদী থেকে সিসিডি-র মালিক ভি জি সিদ্ধার্থের দেহ উদ্ধার করে পুলিশ। সকালে নদীতটের কাছে মৎস্যজীবীরাই প্রথম মৃতদেহটি ভাসতে দেখেন বলে জানা গিয়েছে।
এদিকে পরিবার তো বটেই, সংস্থার মালিক আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সিসিডি’র কর্মী মহলেও। দেশের বৃহত্তম কফি চেনে ভবিষ্যত নিয়ে আশঙ্কা দেখা গিয়েছে। বুধবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে শিল্পপতি ভি জে সিদ্ধার্থের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ চিঠিতে তিনি (সিদ্ধার্থ) যা লিখে গিয়েছেন, তা থেকে স্পষ্ট, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপের মুখে পড়তে হয়েছিল। নিশ্চিন্তে ব্যবসা করতে পারছিলেন না। মানসিক চাপটাই আর সহ্য করতে পারেননি।’ শুধু ভি জে সিদ্ধার্থই নন, মোদি জমানার দেশের অনেক শিল্পপতিকে নানাভাবে হয়রান হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.