সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের সূচি নিয়ে প্রায় ২৪ ঘণ্টা পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, বাংলা,বিহার এবং উত্তরপ্রদেশে ৭ দফার ভোট আসলে বিজেপিরই গেমপ্ল্যান। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ও পালটা চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন, বিজেপির এই গেমপ্ল্যান সফল হবে না। বরং এতে তাঁরই সুবিধা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে পারবেন। একইসঙ্গে, বাংলার বাইরে একাধিক রাজ্যে প্রচারে যাওয়ারও ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী।
সোমবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে সাত দফা নির্বাচন আসলে বিজেপির গেমপ্ল্যান। কিন্তু এই গেমপ্ল্যান কাজে লাগবে না। বাংলার মানুষ বুদ্ধিমান। তাঁরা বারবার এটা প্রমাণ করেছেন, আবার এই নির্বাচনেও প্রমাণ করবেন। এবারেও বাংলায় আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনই জিতব।” মুখ্যমন্ত্রী বলেন, “৭ দফায় ভোট হওয়ায় আসলে আমাদেরই সুবিধা হবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করতে পারব। রাজ্যের বাইরেও প্রচার করতে পারব। অসমে খানিকটা প্রচার করতে পারব। উত্তরপূর্বের রাজ্যগুলিতে প্রচার করতে পারব। ঝাড়খণ্ডে প্রচার করতে পারব। অন্য রাজ্যগুলিতেও প্রচার করতে পারব।” মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভোট হওয়ায় প্রাকৃতিক পরিবেশও বাধা হয়ে দাঁড়াতে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সাধারণত মে মাসের ৭-৮ তারিখের মধ্যে ভোট শেষ হয়। কিন্তু এবার এত দেরি পর্যন্ত ভোট হচ্ছে। মে মাসের পরের দিকে আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। কালবৈশাখির আশঙ্কা থাকে। তাছাড়া প্রচণ্ড গরম তো আছেই।”
এদিন, লোকসভা ভোটের সূচি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেও নির্বাচন কমিশনকে দোষ দিতে চাননি মমতা। তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছি না। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না। এটা পুরোপুরি বিজেপির গেমপ্ল্যান। ২ একজন বর্ষীয়ান সাংবাদিকের কাছ থেকে আমি খবর পেয়েছি। এপ্রিল-মে মাসের মাঝামাঝি ওরা আরেকটা স্ট্রাইক করবে। কী স্ট্রাইক, আমি বলতে চাই না। কিন্তু আরেকটা স্ট্রাইক হবে।” তবে, মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী যে সেই স্ট্রাইকেও খুব একটা উপকার হবে না গেরুয়া শিবিরের। তাঁর কারণ হিসেবে তাঁর যুক্তি ” বাংলার মানুষ বোঝে, দিল্লিতে বিজেপি বাংলাকে কী পরিমাণ অসম্মান করে।” তৃণমূল নেত্রীর দাবি, বাংলার সবকটি আসনে এবার তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.