সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়া কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে কড়াবার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আমরা হাতে চুড়ি বসে নেই। নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাঁঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।” শুক্রবারের পবিত্র নমাজের সময় হাওড়ায় ফের উসকানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শান্তিবজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আশঙ্কাই যেন সত্যি হল। স্থানীয় সূত্রে খবর, নমাজ শেষের পরই নতুন করে অশান্তি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী।
রামনবমীর সন্ধেয় হাওড়ায় অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই সে বার্তা দিয়েছিলেন। শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে তিনি জানান, “কোনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনা ঘটাতে পারে না। ওদের রমজান চলছে। ওরা কোনও অন্যায় করেনি। হিন্দুরাও এধরনের কাজ করতে পারে না। সরাসরি হামলা হয়েছে। এই ধরনের হামলা ডাকাতরা করে। অপরাধীরা করে।”
গোটা ঘটনার দায় গেরুয়া শিবিরের উপর চাপিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “বিজেপির অনেক শাখা রয়েছে। ওরাই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে।” তাঁর আরও সংযোজন, “একমাস আগে পরিকল্পনা করেছে ওরা। সেটা জানতে পেরেছি। যারা হামলা চালিয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করব আমরা। এনিয়ে আমরা আগেই আইন করে ফেলেছি।”
রামনবমীতে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, বিষয়টি এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর কথায়, “পুলিশ মিছিলের অনুমতি দেয়নি, সেটা আমাকে জানানো হয়েছে। হামলার জন্যই পরিকল্পিতভাবে মিছিলের রুট বদল করা হয়েছে। তবু যারা অস্ত্র নিয়ে মিছিল করেছে, তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।” একইসঙ্গে প্রশাসনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “প্রশাসন ভাল কাজ করে। কিন্তু পুলিশের কেউ কেউ একটু ভয় পাচ্ছে। পুলিশের কাজে শৈথল্য আছে। পুলিশের উচিত ছিল গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.