Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রথম পছন্দ মমতাই, বলছে সমীক্ষা

দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতা আছেন দ্বিতীয় স্থানে।

Mamata Banerjee best suited to lead opposition alliance, says survey

ফাইল ছব

Published by: Subhajit Mandal
  • Posted:January 21, 2022 1:44 pm
  • Updated:January 21, 2022 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস যতই মানতে না চাক, দেশে বিজেপি বিরোধী মুখ হিসাবে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee)। তৃণমূলের এই দাবি এবার প্রতিষ্ঠিত হল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা সমীক্ষাতেও।যাতে বলা হচ্ছে, এই মুহূর্তে বিরোধী জোটের নেতা হিসাবে দেশবাসীর প্রথম পছন্দ মমতাই। দু’নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কংগ্রেসের রাহুল গান্ধী অনেকটাই পিছনে।

TMC leader Mamata Banerjee asks 'Why should we meet Sonia Gandhi every time'
ফাইল ছবি

সদ্যই ইন্ডিয়া টুডে’ তাঁদের মুড অফ দ্য নেশন (Mood of the Nation) সমীক্ষা প্রকাশ করেছে। যাতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে নরেন্দ্র মোদি উঠে এলেও তাঁর জনপ্রিয়তা আগের তুলনায় বেশ খানিকটা কমেছে। ২০২০ সালের আগস্ট মাসে যেখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ৭৮ শতাংশ ছুঁয়েছিল, সেখানে এই মুহূর্তে মোদিকে পছন্দ করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৩ শতাংশ মানুষ। যদিও গতবছর কৃষক আন্দোলন এবং মহামারী আবহে মোদির জনপ্রিয়তা অনেকটাই কমেছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘মমতাদি আমারও নেত্রী’, কল্যাণ বিতর্কে জল ঢেলে সপাট জবাব অভিষেকের]

ইন্ডিয়া টুডে’র এই সমীক্ষার সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বিরোধী জোটের নেতা হিসাবে সমীক্ষায় অংশগ্রহণকারীরা দেশের অন্য সব নেতার চেয়ে এগিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমীক্ষায় অংশ নেওয়া ১৭ শতাংশ মানুষ মনে করছেন, এই মুহূর্তে মোদি (Narendrea modi) সরকারকে টক্কর দেওয়ার ক্ষেত্রে যোগ্য মুখ মমতাই। আসলে, রাজ্যে বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যের পরই দেশজুড়ে ঊর্ধ্বমুখী মমতার জনপ্রিয়তা। অধিকাংশ বিরোধী দলই মমতার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে। সেটাই প্রতিষ্ঠিত হয়েছে এই সমীক্ষায়। সমীক্ষায় দেখা যাচ্ছে, মমতার পর বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার লড়াইয়ে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী (Rahul Gandhi) নেমে এসেছেন তৃতীয় স্থানে। বিরোধী জোটের নেতা হিসাবে রাহুলকে চাইছেন সমীক্ষায় অংশগ্রহণকারী মানুষের ১১ শতাংশ। 

[আরও পড়ুন: ‘কমরেড দেখা হবে ময়দানে’, দলীয় মুখপত্রে ফের কংগ্রেসের ‘দ্বিচারিতা’ নিয়ে তোপ তৃণমূলের]

শুধু বিরোধী জোটের নেতৃত্বের ক্ষেত্রে নয়, মুখ্যমন্ত্রী হিসাবেও দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে মমতা রয়েছেন দ্বিতীয় স্থানে। মুখ্যমন্ত্রী হিসাবে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওড়িশার নবীন পট্টনায়েক। নিজের রাজ্যে তাঁর জনপ্রিয়তা ৭১ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন মমতা। তাঁর জনপ্রিয়তা ৬৯.৯ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম ছয়ে নেই কোনও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। সপ্তম স্থানে রয়েছেন অসমের হিমন্ত বিশ্বশর্মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement