স্টাফ রিপোর্টার: টানা ২২ ঘণ্টার বিমানযাত্রা শেষে কলকাতা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জার্মানির মিউনিখ শহরের বাইরের এক প্রান্তিক এলাকা থেকে বিমানবন্দরে আসেন মুখ্যমন্ত্রী৷ জার্মানি থেকে শুক্রবার গভীর রাতে দুবাইয়ে পৌঁছন তিনি৷ রাত দেড়টা নাগাদ দুবাই পৌঁছানোর পর ঘণ্টা দু’য়েক বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় মুখ্যমন্ত্রীকে৷ কলকাতায় ফেরার জন্য শনিবার ভোর চারটেয় বিমান ধরেন মুখ্যমন্ত্রী৷ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর বিমান নামে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শহরে ফিরে এসেছেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী অমিত মিত্র, কলকাতার মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা৷
এদিন মুখ্যমন্ত্রী বিমানবন্দরে থেকে সোজা তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান৷ সূত্রের খবর, বিমানবন্দরে নামার পরই সিঙ্গুর নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানতে চান সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করে তোলার কাজের অগ্রগতি কতটা৷ জমি জরিপের কাজ কতটা এগিয়েছে৷ মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্ কর পুরকায়স্থ, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার৷
এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ মতো ফের সিঙ্গুরে যাচ্ছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সিঙ্গুরের জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে তার প্রস্তুতিও দেখবেন পুরমন্ত্রী৷ দুপুর দেড়টা নাগাদ সিঙ্গুরে পৌঁছান মন্ত্রী৷ সিঙ্গুর থেকে ফিরে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেবেন ফিরহাদ হাকিম৷ এর আগে শুক্রবার সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার সিঙ্গুর উৎসবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে হুগলি জেলার পাশাপাশি অন্য জেলাগুলিতেও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.