Advertisement
Advertisement
Republic Day

রেড রোডে উদযাপিত সাধারণতন্ত্র দিবস, করোনা আতঙ্ক কাটিয়ে হাজির দর্শকরা, ছিলেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee attends Republic Day parade at Red Rode | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 26, 2023 12:44 pm
  • Updated:January 26, 2023 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস (Republic Day 2023)। কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন থেকে স্কুল পড়ুয়াদের পারফরম্যান্স, সবমিলিয়ে বর্ণাঢ্য় অনুষ্ঠানের সাক্ষি থাকল কলকাতা। করোনার জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজনে ভাটা পড়েছিল। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও।

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee), তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “৭৪তম সাধারণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমাদের শক্তি জোগায় সংবিধান, আমদের সকলকে একসূত্রে বেঁধে রেখেছে। আমরা সকলে গণতন্ত্রের আদর্শ বিচার, স্বাধীনতা, সমতা রক্ষা করব।”

Advertisement

 

[আরও পড়ুন: ‘এমন অখাদ্য কবিতা কেউ পড়বে!’, মুখ্যমন্ত্রীর লেখা উল্লেখ করে কটাক্ষ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, তুঙ্গে বিতর্ক]

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, সংবিধান আমাদের সকলকে বেঁধে রেখেছে। এত বৈচিত্র্যের মধ্যেও একতার সুর বেঁধে দিয়েছে সংবিধান।” একইসঙ্গে দেশের সংবিধানকে রক্ষা ও মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। 

 

সকাল সোয়া দশটা নাগাদ রেড রোডে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপর শুরু হয় অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সমরাস্ত্র প্রদর্শন, সেনা জওয়ান-পুলিশ কর্মীরা কুচকাওয়াজ করেন। কলকাতা পুলিশের বাইক বাহিনী দেখায় বিশেষ স্টান্টও। ছিল রাজ্য সরকারি একাধিক প্রকল্পের ট্যাবলোও। এরপর ১৭ স্কুলের পড়ুয়াদের বিশেষ পারফরম্যান্সও ছিল এদিনের ‘শো স্টপার’।

[আরও পড়ুন: ‘রতন টাটার বিপক্ষে ছিলাম না, শিল্প আমরাও চাই’, এবার বললেন ফিরহাদ]

করোনা আতঙ্ক দূর হতেই এবছর ফের সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে দর্শক ছিল। এই দিনে নাশকতার সম্ভাবনা থাকে। তাই হাই অ‌্যালার্টে ছিল লালবাজার। তার উপর এবছর সাধারণতন্ত্র দিবসের দিনই সরস্বতী পুজো পড়েছে। ওইদিন রাস্তায় ভিড় থাকবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন‌্য মঙ্গলবার থেকে হোটেল, শপিং মল, পার্ক, দ্রষ্টব‌্য স্থানগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ ৫০টি পয়েন্টে নাকা চেকিং চলছে।

রেড রোডের নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে ৩ হাজার পুলিশ। ২০ জন ডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। থাকছেন ৪৫ জন এসি, ১৪৮ জন ইন্সপেক্টর, ৩১২ জন সাব ইন্সপেক্টর ও ৩৪০ জন এএসআই। এছাড়া থাকবেন অতিরিক্ত সিপি। রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজনে দায়িত্বে থাকছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement