Advertisement
Advertisement
Mamata Banerjee

পড়ুয়া খুনে শোকপ্রকাশ, মণিপুরে ‘ন্যায়বিচার’ চেয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

পুলিশি 'জুলুমের' বিরুদ্ধেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee attacks Manipur government | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:September 28, 2023 8:57 am
  • Updated:September 28, 2023 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে দুই পড়ুয়া খুনে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ন্যায়বিচার’ চেয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে বিঁধলেন তিনি। পাশাপাশি, ইম্ফলে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি ‘জুলুমের’ বিরুদ্ধেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার মণিপুরের (Manipur) বিরেন সিং ও কেন্দ্রের মোদি সরকারকে বিঁধে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মমতা। তিনি লেখেন, ‘দুই নিহত পড়ুয়ার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। ইম্ফলের শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে বলপ্রয়োগও গ্রহণযোগ্য নয়। সরকার যেভাবে দায় এড়াচ্ছে তা খুবই হতাশ করার মতো। আমরা ন্যায়বিচার এবং ঐক্যের দাবিতে মণিপুরের সঙ্গে আছি। আসুন আমরা মণিপুরের চেতনার পুনর্নির্মাণ এবং পুনরুজ্জীবনে সচেষ্ট হই। একসঙ্গে মিলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি।’

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুজোতে নবান্ন বনাম রাজভবন, ‘দুর্গাভারত সম্মান’ দেবেন রাজ্যপাল]

সম্প্রতি মেতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়ার অপহরণ এবং নৃশংস খুনের ঘটনায় নতুন করে অশান্ত হয়েছে মণিপুর। গুজব ঠেকাতে মঙ্গলবার থেকে সে রাজ্যে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতীর পরিচয় জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকতেও অনুরোধ করেছে রাজ্য প্রশাসন।  

তাৎপর্যপূর্ণ ভাবে, গতকালই আফস্পা আইনে প্রায় গোটা মণিপুরকে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করেছে বিরেন সিংয়ের সরকার। তবে, মেতেই সংখ্যাগরিষ্ঠ ইম্ফলকে ছাড় দেওয়ায় উঠছে প্রশ্ন। কুকি অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে আগামী ছমাসের জন্য বলবৎ থাকবে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পা)।

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement