Advertisement
Advertisement
Mamata Banerjee

‘শিক্ষা জানে না, সংস্কৃতি জানে না’, রাম মন্দির নিয়ে শাহকে খোঁচা মমতার

অমিত শাহর বিরুদ্ধে মমতার কাছে নালিশ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee attacks Amit Shah over Puja inauguration | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 17, 2023 5:31 pm
  • Updated:October 17, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় পুজো উদ্বোধন করতে এসে কার্যত সরাসরি রাজ্য সরকার এবং শাসকদলকে তোপ দেগেছিলেন। সেই সঙ্গে দাবি করে গিয়েছিলেন রাজ্যে নাকি রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। এবার নাম না করে শাহকে পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলে দিলেন, ‘ওরা শিক্ষা জানে না, সংস্কৃতি জানে না।’
এদিন ভারচুয়ালি মহম্মদ আলি পার্কের (MD Ali Park) পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শুরুতেই অমিত শাহের সফর প্রসঙ্গ আসে। সোমবার শহরে একটি পুজোর উদ্বোধনে এসে অমিত শাহ বলেন, “অযোধ্যায় রামমন্দিরের দরজা খোলার আগেই উত্তর কলকাতা রামমন্দির নির্মাণ করে ফেলল। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে চাই।” এর পরই সাফ জানান, বাংলায় পরিবর্তন আনতে যা প্রয়োজন তা করবেন তিনি। দ্রুতই দুর্নীতি মুক্ত হবে বাংলা।

[আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে সম্মতি নয় এখনই, সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট]

এদিন মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনের অনুষ্ঠানের শুরুতেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) মুখ্যমন্ত্রীর কাছে একপ্রকার নালিশ করেন। সুদীপ বললেন, “আমার পাড়ায় এসে বলে গেলেন উত্তর কলকাতায় রাম মন্দির করে গেলাম। কেন বলবেন এসব? রাজনীতি করবেন না বলে এসব করে গেলেন। আমরা মুখ্যমন্ত্রী তো এসব বলেন না।”

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সাবান তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪]

সুদীপের নালিশের প্রেক্ষিতেই মমতা বলেন, “আরে ছাড়ুন তো সুদীপদা। সব সময় এক কথা। ওরা শিক্ষা জানে না। সংস্কৃতি জানে না। রাম কেন অকাল বোধন করেছিলেন? অসুরকে পরাস্ত করতে। হারাতে।” বস্তুত সরাসরি শাহের নাম না নিলেও ঘুরিয়ে তাঁর শিক্ষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement