Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘আর জি করের ফয়সালা করতে পারেনি, ভোট এলেই চার্জশিট দেয়’, ইডি-সিবিআই-বিজেপিকে আক্রমণ মমতার

আর জি করে মামলার প্রসঙ্গে তাঁর মন্তব্য, "লজ্জা করে না! আর জি কর মামলার এখনও সমাধান করতে পারেননি।"

Mamata Banerjee attack ED-CBI And BJP in same row
Published by: Subhankar Patra
  • Posted:February 27, 2025 3:09 pm
  • Updated:February 27, 2025 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ও বিজেপিকে এক সুতোয় বেঁধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আর জি করে আজ অবধি ফয়সালা করতে পারেনি, লজ্জা করে না!” আরও বলেন, “ভোট আসলেই চার্জশিট দেয়। ওদের (বিজেপি) টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যা কেস দেয়।”

ভোট আসলেই সংস্থাগুলিকে ব্যবহার করা হয়, সেই অভিযোগ তুলে এদিনের কর্মিসভায় তাঁর দাবি, “ভোট এলেই কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, তা ওরা (বিজেপি) ঠিক করে।” এরপরই আর জি করে মামলার কথা তুলে তাঁর মন্তব্য, “লজ্জা করে না! আর জি কর মামলার এখনও সমাধান করতে পারেননি।” উল্লেখ্য, আর জি করে নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাবস্ত্য হয়েছে। তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অর্নিবাণ দাস। তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই। কিন্তু এই ঘটনায় অন্য অনেকে যুক্ত আছে বলে অভিযোগ উঠলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই।

Advertisement

এদিনের সভায় বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন, “বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে। একাধিক এজেন্সি এসেছে। বিজেপির আয়ু ২-৪ বছরের বেশি নেই। বাংলাকে তাই ওদের টার্গেট। দিল্লিতে ওদের ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব।” পাশাপাশি বিজেপি অন্য রাজ্যের লোকের নাম এরাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub