Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘দিল্লিতে সরকার বদলালে আইন বদলাবে’, ইমামদের বৈঠকে ওয়াকফ আশ্বাস মমতার

কেন্দ্রকে রীতিমতো তুলোধোনা করলেন মমতা।

Mamata Banerjee assures Imams of changing Waqf Act after securing power in Delhi
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 16, 2025 2:16 pm
  • Updated:April 16, 2025 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির সরকার বদলালেই ওয়াকফ আইন বদলাবে। নেতাজি ইন্ডোরের সমাবেশে ইমামদের এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রকে রীতিমতো তুলোধোনা করলেন তিনি। এই সংশোধিত ওয়াকফ আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলেই দাবি করলেন মমতা।

ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। পুলিশের দক্ষতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। কিন্তু কোন পথে আন্দোলন করতে হবে? বুধবারের বৈঠক থেকে ইমাম-মুয়াজ্জেনদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। ইমাম-মুয়াজ্জেনদের এলাকায় শান্তি বজায় রাখার পরামর্শ দেন তিনি। বলেন, “এলাকায় শান্তি বজায় রাখুন। এখানে আমি আছি। বাংলায় আন্দোলন করে কোনও লাভ নেই। দিল্লিতে আন্দোলন করুন।” প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।

Advertisement

রাজধানীর বুকে ওয়াকফ আন্দোলন সংঘটিত হলে তৃণমূল সাংসদরা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বললেন, “বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন।” এরপরই তিনি বলেন, বছরখানেক দিল্লির ক্ষমতায় আসবে নতুন দল। তখনই বদলাবে আইন। পাশাপাশি ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের এই আইনের বিরোধীতায় ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তাও দিলেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub