Advertisement
Advertisement
Mamata Banerjee

‘পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরুন’, বাংলার শ্রেষ্ঠ উৎসবে ‘অপপ্রচার’ রোখার বার্তা মমতার

পুজোয় কোনও কুৎসা-অপপ্রচারের-ষড়যন্ত্র বরদাস্ত নয়, আর জি কর আবহে সাফ বার্তা মমতার।

Mamata Banerjee asks people to get involved in Durga Puja
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2024 2:10 pm
  • Updated:September 9, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! তাতে কোনওরকম ‘ভুলভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত’ বরদাস্ত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘পুজোয় ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।’

আর জি কর আবহে পুজো বয়কটের ডাক। কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতা। আর জি কর বিক্ষোভ যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও প্রভাবিত করতে পারে, সেটাও অনুমান করছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। একমাস একদিন হয়ে গেল। রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়।” একই সঙ্গে সিবিআইয়ের কাছে তাঁর অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক।

Advertisement

[আরও পড়ুন: আর জি করে নির্যাতিতার পরিবারকে টাকা দেয়নি পুলিশ, সাফ কথা মুখ্যমন্ত্রীর]

মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে। তাতে বিভ্রান্ত হওয়া যাবে না। মমতা দাবি করেন, “পুজো একটা অর্থনীতি। বাংলায় একটা উৎসব আসছে। এই উৎসবের সময় গরিব মানুষ করে খায়। ঢাকি থেকে ধামসা-মাদল, ছোট দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী সবার রুজিরুটি নির্ভর করে পুজোর উপর।” মমতার সাফ বার্তা, “দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনও ভুলভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত না হয়।”

[আরও পড়ুন:  ‘আসুন না, কথা হবে’, জুনিয়র ডাক্তারদের জন্য আলোচনার দরজা খুললেন মমতা]

মুখ্যমন্ত্রী এদিন বলেন, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি এদিন বলেন, কোন ক্লাব কী থিম করছে, সেটা পুলিশকে নজর রাখতে হবে। এমন কিছু আমরা করবা না যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে না। মনে রাখতে হবে পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসে, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন। তাদের যেন কোনও অসুবিধা না হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement