সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করম পুজো এবং শবেবরাতেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে বুধবার একথা ঘোষণা করেন তিনি। এর আগে এই দু’দিন আংশিক ছুটি থাকত। তবে এবার স্কুল, কলেজ-সহ রাজ্য সরকারি দপ্তরগুলিতে পূর্ণদিবস ছুটি থাকবে।
দীর্ঘদিনের দাবি মেনেই শবেবরাত এবং করম পুজোয় পূর্ণদিবস ছুটির কথা ঘোষণা বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে?”
মমতার কথায়, “আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।” শবেবরাত এবং করম পুজোয় ছুটি ঘোষণা করায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে আরও দীর্ঘ হল। স্বাভাবিকভাবেই তাতে খুশি রাজ্য সরকারি কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.