Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

এখনই উদযাপন নয়, ২১-এর মঞ্চে শহিদদের জয় উৎসর্গ করবেন মমতা

'বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে', ইন্ডিয়া শরিকদের সতর্কবার্তা মমতার।

Mamata Banerjee announces 21 july our victory will dedicated to martyrs
Published by: Amit Kumar Das
  • Posted:June 8, 2024 7:24 pm
  • Updated:June 8, 2024 8:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের দুঃস্বপ্ন মুছে দিয়েছে চব্বিশ। বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে বাংলায় ২৯ আসন পেয়েছে তৃণমূল। তবে এ সাফল্য এখনই উদযাপন করবে না শাসকদল। শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, শহিদদের উদ্দেশে এই জয় উৎসর্গ করা হবে। এদিন কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে তিনি ঘোষণা করলেন, ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে শহিদদের উদ্দেশে এই জয় আমরা উৎসর্গ করব।

সদ্য জয়ী তৃণমূল সাংসদদের শনিবার কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে নতুন সাংসদদের বার্তা দেন আগামী দিনে সংসদে তৃণমূলের ভূমিকা কী হবে। সাংসদদের সঙ্গে বৈঠক সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”এই বিরাট সাফল্যের পর আমরা প্রথমেই ধন্যবাদ জানিয়েছি মা মাটি মানুষকে। যারা আমাদের ভোট দিয়েছেন, যারা দেননি তাঁদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। বাংলা যেভাবে চলছিল সেভাবেই চলবে।” এরপর আসন্ন ২১ জুলাই তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচির কথা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এই জয় আমরা শহিদ তর্পণের দিন শহিদদের উদ্দেশে উৎসর্গ করব।’

Advertisement

[আরও পড়ুন: প্রসূনদা ভুলে গিয়েছেন! অসময়ে পাশে দাঁড়ানোর প্রতিদান না পেয়ে মনখারাপ মনোজ তিওয়ারির]

এর পাশাপাশি তৃণমূলের জয়ী মহিলা সাংসদদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো গর্বের সঙ্গে তিনি ঘোষণা করেন, ‘আমরা ৩৮ শতাংশ মহিলা।’ পাশাপাশি নাম না করে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁর প্রশংসা করে মমতা বলেন, ‘একজন হেরেছেন। তাঁকে জোর করে হারানো হয়েছে।’ পূর্ব মেদিনীপুরে অফিসার বদলে, ডিএম বদলে ভোট লুটেরও অভিযোগ করেন তিনি। বিধানসভা ভিত্তিক সাফল্যের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ১৬১ টি আসনে এগিয়ে ছিলাম। বিজেপি ছিল ১২১টিতে। এবং ২০২৪ এর নির্বাচনে আমরা ১৯১টিতে এগিয়ে রয়েছি বিজেপি মাত্র ৯০ টিতে।’

[আরও পড়ুন: লক্ষ্য কলকাতা লিগ, নতুন কোচের অধীনে প্রস্তুতিতে নামবে মোহনবাগান]

এছাড়াও ইন্ডিয়া জোটের শরিকদের উদ্দেশে মমতা বার্তা দেন, “নিজেদের দল সামলে রাখুন। বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে।” মমতার বক্তব্য, “যারা অগণতান্ত্রিক, অসাংবিধানিকভাবে সরকার করছে তাদের জন্য আমার শুভকামনা নেই। বাকিদের শুভেচ্ছা। সবাইকে বলব নিজেদের দল সামলাতে। বিজেপি আবার পার্টি ভাঙতে চাইবে। তবে এভাবে চলবে না, নিজেরাই ভেঙে যাবে। ওরা কেউ খুশি নয়, এটা দেখতে পাচ্ছি।” বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “শেষ পর্যন্ত ইন্ডিয়া সরকার হবে। এরা কতদিন। একটু করে নিক। আমরা মানুষের ভালো চাই। দেশে বড়সড় পরিবর্তন, আমরা অপেক্ষায় আছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement