Advertisement
Advertisement

‘নিজশ্রী’ প্রকল্পে কম টাকায় গরিবদের ফ্ল্যাট দেবে রাজ্য সরকার

মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের৷

Mamata Banerjee announced 'Nijosri' project
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 7:55 pm
  • Updated:June 20, 2018 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ‘নিজশ্রী প্রকল্প’তে এই দুই শ্রেণির মানুষকে কম দামে ফ্ল্যাট বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করল মন্ত্রিসভা৷ সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক৷ আর সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

[বঙ্গ বিজেপির গঠনতন্ত্র ভেঙে পড়েছে, দিলীপকে বিঁধে অমিতকে নালিশ চন্দ্র বসুর]

Advertisement

জানা গিয়েছে, সোমবারের বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়েই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ ঠিক হয়, প্রথমে সরকারি জমিতে প্রথমে আবাসন তৈরি করবে রাজ্য সরকার৷ তারপর সেই আবাসনের ফ্ল্যাটই স্বল্প দামে তুলে দেওয়া হবে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের হাতে৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, তৈরি করা হবে পাঁচতলা আবাসন৷ তারপর, যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে তাঁদের হাতে ১ এইচবিকে এবং যাঁদের মাসিক আয় ৩০ হাজারের মধ্যে তাঁদের হাতে ২ এইচবিকে ফ্ল্যাট তুলে দেবে সরকার৷ ১ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৭ লাখ ২৮ হাজার টাকা এবং ২ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৯ লাখ ২৬ হাজার টাকা। তাঁর আরও সহযোজন, কলকাতা-সহ কয়েকটি জেলাতেও তৈরি করা হবে এই আবাসন৷ সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র করা যাবে৷ তারপর লটারির মাধ্যমে হবে বণ্টনের বিষয়টি৷

[সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, পড়ুয়াদের পাশাপাশি ‘ছুটি’ কাটাচ্ছেন শিক্ষকরাও !]

জানা গিয়েছে, সরকারি ফাঁকা জমির খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর ও পুরসভার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে আবাসন দপ্তর৷ দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ প্রথম পর্যায়ে তৈরি করা হবে পঞ্চাশ হাজার এই ধরনের ফ্ল্যাট৷ মুখ্যমন্ত্রীর সাধের ‘নিজশ্রী’ প্রকল্প নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement