Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee - Abhishek Banerjee

সোশাল মিডিয়ায় মমতার পাশে অভিষেক, লোকসভার আগে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা তৃণমূলের

লোকসভার আগে সোশাল মিডিয়ার লড়াইকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল।

Mamata Banerjee and Abhishek Banerjee features on TMC social media profile picture | Sangbad Pratidin

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 3:54 pm
  • Updated:January 16, 2024 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস তিনেক পরই মেগা ফাইট। লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে। দলের প্রচারে যাতে কোনওরকম খামতি না থাকে, সাধারণ কর্মীদের মধ্যে কোনও স্তরে ভুল বার্তা না যায়, সেটা নিশ্চিত করতে সোশাল মিডিয়ায় একসঙ্গে মমতা (Mamata Banerjee) এবং অভিষেকের ছবি দিয়ে প্রচার শুরু করল তৃণমূল।

তৃণমূলের (TMC) অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন এবং প্রচার বিরোধীদের তরফে চালানো হচ্ছিল। আসলে কিছুদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে সেভাবে সক্রিয় ছিলেন না অভিষেক। দলের অন্দরে নেতাদের বয়সসীমা নিয়েও দ্বিমতের ছবি সামনে এসেছে। তবে সেসব বিতর্ক উড়িয়েই অবশ্য গত সপ্তাহে কালীঘাটে দলীয় বৈঠকে নেত্রীর পাশে ছিলেন অভিষেক। তাছাড়া অভিষেক নিজেও বারবার বলেছেন, দলনেত্রী তাঁকে যা কাজ দেবেন, তাই তিনি করবেন। এবার সোশাল মিডিয়াতেও নেত্রীর পাশে স্বমহিমায় দেখা যাচ্ছে তৃণমূলের ‘সেনাপতি’কে।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

শাসক তৃণমূল সমস্ত সোশাল মিডিয়া হ্যান্ডেলে কভার পিকচার বদলে ফেলেছে। সেই ছবিতে সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর ঈষৎ পিছনে অভিষেক (Abhishek Banerjee)। তৃণমূল নেতারা বরাবর বলে থাকেন, দল মমতার নেতৃত্বে আর অভিষেকের সেনাপতিত্বে চলবে। সেই বার্তাই যেন এদিনের সোশাল মিডিয়ার কভার ছবিতে স্পষ্ট হয়ে গেল।

[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]

আসলে লোকসভার আগে সোশাল মিডিয়ার লড়াইকে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই চালু করা হয়েছে, ‘জন কি বাত’ কর্মসূচি। প্রায় নিয়ম করে মোদি সরকারের ভ্রান্ত নীতি সোশাল মিডিয়ায় তুলে ধরার চেষ্টা করছে রাজ্যের শাসকদল। যার ব্যতিক্রম হয়নি মঙ্গলবারও। এদিনও বেকারত্ব নিয়ে মোদি সরকারকে বিঁধেছে শাসকদল। ২০১৪ সালে যেখানে দেশে বেকারত্বের হার ছিল ৫.৪৪ শতাংশ, সেখানে এখন বেকারত্ব ১০.০৯ শতাংশ। এই দ্বিগুণ বেকারি বৃদ্ধির তথ্য হাতিয়ার করে নো ভোট টু মোদির নামে প্রচার করতে চাইছে শাসক শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement