ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিদেশ থেকে প্রত্যাবর্তন করার পর থেকেই নিয়োগ দুর্নীতিতে অদ্ভুদভাবে সক্রিয় ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তদন্তের নামে অত্যাচার করা হচ্ছে। নাম না করলেও মমতা বুঝিয়ে দেন, অভিষেক দেশে ফিরতেই সক্রিয় হয়েছে ইডি।
সোমবার রাতেই আলিপুরের একটি সংস্থা-সহ কালীঘাটের কাকুর একাধিক ঠিকানায় রাতভর তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকাল পর্যন্ত চলেছে সেই তল্লাশি অভিযান। তদন্তকারীদের অভিযোগ, সাংসদ হওয়ার আগে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্ণধার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও তাঁর পরিবারের একাধিক সদস্য এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন।
এদিন নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গ উল্লেখ না করেও মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের বাড়িতে রোজ অত্যাচার করছে। কালকেও সারারাত না জানিয়ে হঠাৎ করে চলে গিয়েছে ৪-৫টা জায়গায়। আমাকেও কেউ বলেনি। আমি সকাল ৬টায় জানতে পারলাম আইনজীবী মারফত। ছেলেটা সবে বিদেশ থেকে এসেছে, আর শুনছি বাবুরা বেরিয়ে পড়েছে।”
মমতার (Mamata Banerjee) অভিযোগ, এই তল্লাশি, হানা দেওয়া সবটাই বেআইনি। তিনি বলেন,”ধরুন আমার বাড়িতে কেউ গেল, বা আপনার বাড়িতে পুলিশ পাঠালাম। নিয়মটা কী? বাড়ির কাউকে জানাবে। বা বাড়ির কাউকে ডেকে কথা বলবে। রেড করতে হলে বাড়ির লোকেরাও থাকবে। তুমি একটা জায়গায় যাচ্ছ রেড করতে তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না। বাড়িতে যদি কেউ না থাকে? ধরুন বন্ধ। তাছাড়া যদি কেউ চা করার লোকও থাকে তাঁকেও ঘর থেকে বের করে দিচ্ছ। সে জানে না। তুমি যদি কারও বাড়িতে যাচ্ছ, না জানিয়ে, তাঁর তো নিরাপত্তার কারণও আছে। তুমি যে লুকিয়ে বিস্ফোরক বা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারান্টি নেবে। তুমি যদি কয়েক কোটি টাকা নিজে বাক্স করে নিয়ে ঢুকছ না। জানাবার কোনও জায়গা নেই। এটা আইনি নয়, বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসা বাংলায় চলছে।”
যদিও পরক্ষণেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, হরিশ চ্যাটার্জি লেনে অর্থাৎ অভিষেকের বাড়িতে ইডি (ED) যায়নি। মমতা বলেন,”মিথ্যা বলে লাভ নেই। যেখানে খুশি যেতে পারে, তাতে আমার সমস্যা নেই। কিন্তু কে কাকে বিয়ে করেছে, কার কটা বাচ্ছা হয়েছে, কে কোন স্কুলে পড়ছে, সেসব নিয়ে দেশ চলে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.