Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয় হুগলি সেতুতে টোলট্যাক্স মকুব বাইক চালকদের, যানজট কমাতে সিদ্ধান্ত প্রশাসনের

জানেন, কবে থেকে কার্যকর এই সিদ্ধান্ত?

Mamata Banerjee abolishes toll tax on 2nd  Hooghly bridge
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2018 6:41 pm
  • Updated:September 13, 2018 6:59 pm  

তরুণকান্তি দাস: পুজোর মুখে বাইক চালকদের জন্য সুখবর৷ এবার থেকে আর দ্বিতীয় হুগলি সেতুতে টোল দিতে হবে না তাঁদের৷ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে৷

[বিশ্বকর্মা পুজোয় অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের]

হাওড়া আর কলকাতায় সংযোগ রক্ষা করে দ্বিতীয় হুগলি সেতু৷ রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ওই ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েক কোটিরও বেশি গাড়ি যাতায়াত করে৷  বাইক ও স্কুটি  চলে কমপক্ষে ৮৪ লক্ষ৷ অফিস টাইমেই সাধারণত বেশীরভাগ বাইক ও স্কুটি যাতায়াত করে৷ টোল দেওয়ার জন্য প্লাজার সামনে লম্বা লাইন পড়ে চার চাকা গাড়ি, বাস ও বাইকের৷  ফলে ব্যস্ত সময়ে  দ্বিতীয় হুগলি সেতুতে  ব্যাপক যানজট হয়৷ গন্তব্যে পৌঁছাতে কালঘাম ছোটে নিত্যযাত্রীদের৷ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তির শিকার হন তাঁরা৷  

Advertisement

[১২ দিনের ইউরোপ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজে সমস্যা এড়াতে নয়া টিম মমতার]

দ্বিতীয় হুগলি সেতুতে যানজটের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার বাইক চালকদের টোল মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১ অক্টোবর থেকে আর পাঁচ টাকা করে টোল ট্যাক্স দিতে হবে না তাঁদের৷ মুখ্যমন্ত্রী জানান, এর ফলে রাজ্যের পাঁচ-ছয় কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে৷ তবে সাধারণ মানুষকে সেতুতে যানজটের হাত থেকে  রেহাই দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  

[কোন ইস্যুতে বাংলা দাপাবে বিজেপি? রাজ্য কমিটির বৈঠকে শুরু প্রস্তুতি]

২০১৩-য় উল্টোডাঙা৷ ২০১৬-য় গিরিশ পার্ক৷ এরপর ২০১৮-য় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ৷ এখনও পর্যন্ত মাঝেরহাট সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন৷ সেতু বিপর্যয়ের পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার৷ রাজ্য জুড়ে ২০ চাকার লরি চলাচলের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ রাজ্যে ২০ চাকা লরি ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তকে হাতিয়ার করেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত৷ এ বিষয়ে বৃহস্পতিবার টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কড়া অবস্থানের কথাই জানান তিনি৷ ২০চাকা লরি ছাড়াই অন্য কোনও লরি রাজ্যে ঢোকার ক্ষেত্রে যেন কোনওরকম বাধার চেষ্টা পুলিশ না করে, সে কথা কড়া ভাষায় জানান মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement