Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কেষ্টতেই ভরসা! অনুব্রতর পদ্ধতিতেই বীরভূমে সংগঠন পরিচালনার নির্দেশ মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, অনুব্রতর জায়গা তাঁরই থাকবে। এবারও কেষ্টর পদ্ধতিতেই হবে দলের কাজ। পাশাপাশি দলনেত্রীর সাফ নির্দেশ, কেষ্ট ঘনিষ্ঠ কাউকে দলের কাজ থেকে বাদ দেওয়া যাবে না।

Mamata Banejee ordered to conduct Lok Sabha elections like Anubrata Mandal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 23, 2024 5:45 pm
  • Updated:January 23, 2024 8:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বন্দি তিহাড়ে, কিন্তু তাঁর কৌশলেই বীরভূমে চলবে দলের কাজ। লোকসভা ভোটের আগে জেলাভিত্তিক বৈঠকে এমনই নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, শুধু কেষ্টর পদ্ধতি অবলম্বন করলেই হবে না, বাদ দেওয়া যাবে না তাঁর ঘনিষ্ঠদের।

সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রণকৌশল ঠিক করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। জেলাভিত্তিক বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদের পর এদিন কালীঘাটে বীরভূমের নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। দীর্ঘদিন ধরেই বীরভূমের দায়িত্বে ছিল অনুব্রত মণ্ডল। কিন্তু বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি। ফলে বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর ছিল সকলের। এদিনের বৈঠকে স্পষ্ট যে, কেষ্টতেই আস্থা মমতার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, অনুব্রতর জায়গা তাঁরই থাকবে। এবারও কেষ্টর পদ্ধতিতেই চলবে দলের যাবতীয় কাজ। পাশাপাশি দলনেত্রী সাফ নির্দেশ, কেষ্ট ঘনিষ্ঠ কাউকে দল বা ভোটের দায়িত্ব থেকে বাদ দেওয়া যাবে না।

Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

এদিন বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “দলনেত্রী আলোচনা করেছেন কীভাবে কাজ হবে। একটি কমিটি গঠন করা হয়েছে। বাকি দায়িত্ব সময় এলে বুঝিয়ে দেওয়া হবে।” এদিন শতাব্দী সাফ বলেছেন, অনুব্রতর জায়গা তাঁরই থাকবে। কেউ যদি ভেবে থাকেন কেষ্টর জায়গা নেবেন, সেটা সম্ভব না। অনুব্রত মণ্ডল ফিরে এলে পুনরায় তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে বলেই ইঙ্গিতে বুঝিয়েছেন তিনি। ইঙ্গিতে বিঁধলেন কাজল শেখকেও। 

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement