Advertisement
Advertisement

Breaking News

মেডিকাকে তোপ, মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

শিশুচুরির ঘটনায় আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর৷

Mamata Assures action against Medica, job to deceased Sunil Pandey's wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 10:11 am
  • Updated:March 15, 2017 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগের চিকিসায় পা বাদ৷ তারপর সংক্রমণের জেরে মৃত্যু৷ মেডিকা হাসপাতালের এই ঘটনায় ফের প্রশ্নের কাঠগড়ায় উঠেছিল রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা৷ মঙ্গলবার তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী৷ মেডিকার বিরুদ্ধে সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানালেন তিনি৷ সেইসঙ্গে মৃত সুনীল পাণ্ডের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷

[ হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’ ]

Advertisement

এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করেন মৃতের স্ত্রী সুজাতা পাণ্ডে৷ মেডিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর দরবারে পেশ করেন৷ একটি অভিযোগপত্র তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন৷ মুখ্যমন্ত্রী তাঁর হাতে তুলে দেন সাদা ফুল৷ বলেন, ‘সুনীলবাবুর ছবির সামনে রেখে শ্রদ্ধা জানাবেন৷’ পরিবারের উদ্দেশ্যে তিনি জানান,  ‘মেডিকার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে৷ আপানার এখানে আসার আগেই অভিযোগ পেয়েছি৷ নিরপেক্ষ তদন্ত হবে৷ প্রশাসন ঘটনার তদন্ত করছে৷’

পুরুষদের হস্তমৈথুনেও ধার্য হচ্ছে জরিমানা! ]

এদিকে মৃত সুনীলবাবুই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী৷ তাই তাঁর স্ত্রীকে চাকরিরও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশেই এদিন পূর্ব যাদবপুর থানায় এফআইআরের কপিও তুলে দেন মৃতের পরিবারের সদস্যরা৷

রাজ্যে শিশু চুরির ঘটনাতেও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী৷ গতকাল প্রায় ৯ ঘণ্টা পরে বাগমারি থেকে উদ্ধার হয় মেডিক্যাল কলেজ থেকে চুরি যাওয়া শিশু৷ তার জেরে ভাঙচুর চলে হাসপাতালে৷ বুধবারও বিজেপি হাসপাতালে বিক্ষোভ দেখায়৷ এ ব্যাপারে আজই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ কী করে এরকম ঘটনা ঘটল এবং কী করে তা আটকানো যায়, তাই-ই আলোচনা করা হয়৷

জোর করে ধর্মান্তকরণ ইসলামে অপরাধ, কবুল পাক প্রধানমন্ত্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement