সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইমতো বুধবার প্যাকেজের বিস্তারিত বিবরণ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে এই প্যাকেজকে অশ্বডিম্ব, বিগ জিরো বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিগ জিরো, কাল যে কথা বলা হয়েছিল, তাতে রাজ্যগুলো হয়তো কিছু পাবে। রাজ্যের সার্বিক উন্নতিতে যা কাজে আসবে। বাস্তবে অশ্বডিম্ব দেখতে পেলাম।’
এদিন মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্যাকেজে বলা হয়েছিল ২০ লক্ষ কোটি টাকা। কিন্তু বাস্তবে দেখা গেল তা দাঁড়াচ্ছে ৪ লক্ষ কোটির মতো।’ এদিন মুখ্যমন্ত্রীর আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র স্পষ্ট জানিয়েছেন, যা দাঁড়াচ্ছে তাতে ঘোষণা মতো, জিডিপির ১০ শতাংশ তো নয়, বড়জোর ২ শতাংশ। সেই কথার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘দশ লক্ষ কোটি টাকা আগে ঘোষণা ছিলই, কিচ্ছু দেয়নি রাজ্যগুলোকে, চলবে কী করে? আমরাই তো বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি।’
কেন্দ্রের প্যাকেজকে পুরোপুরি ভাওতাবাজি বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সাধারণ মানুষকে তো নগদ টাকা দিতে পারতেন। অসংগঠিত ক্ষেত্রে কিছু নেই, চাকরি তৈরি করা, স্বাস্থ্য-বাজার, করোনা মোকাবিলায় কিছু নেই। কিচ্ছু নেই এই প্যাকেজে। ধোঁকা দেওয়া হল মানুষের দুর্দিনে। রিজার্ভ ব্যাংক থেকে রাজ্যের জন্যে ঋণের ব্যবস্থাও তো করে যেত। কৃষকদের ঋণ মকুব করতে পারতেন। শূন্য থালি নিয়ে পেটের ভাত ভরবে? ভুয়ো তথ্য দেওয়া হল, ইনকাম ট্যাক্সের সময় বাড়ালাম-এটা তে কী হয়?’
এদিন তিনি পাশাপাশি বেশ কিছু ঘোষণা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, চলতি অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মীদের ৪২০০ টাকা বোনাস দেওয়া হবে। এবছর বোনাস পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৪,২৫০ টাকা করা হচ্ছে। অর্থাৎ ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা সবাই এই বোনাস পাবেন। এর ফলে ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি আরও জানান, বোনাস দেওয়ার জন্য সরকারের ৪০০ কোটি টাকা খরচ হবে। এর পাশাপাশি, যাঁদের বেতন বেশি, যাঁরা বোনাস পান না, তাঁদের জন্যও অগ্রিম ঘোষণা করেছেন মমতা। তিনি বলেন, ৩৪,২৫০ টাকার পর থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন, সেইসব রাজ্য সরকারি কর্মীদের ১০ হাজার টাকা করে অগ্রিম দেওয়া হবে। এটা পরে বেতন থেকে কেটে নেওয়া হবে। এখন ইদের সময় মুসলিম সরকারি কর্মীদের ও পরে দুর্গাপুজোর সময় হিন্দু সরকারি কর্মীদের এই বোনাস ও অগ্রিম দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.