ফাইল ছবি
গোবিন্দ রায় ও বাবুল হক: মালদহের অশান্তির জল গড়াল হাই কোর্টে। শুক্রবার পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল আদালত। বুধবারের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
দিন কয়েকআগে ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বচসা বাঁধে মালদহে। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মোথাবাড়ি। অভিযোগ, একের পর এক একাধিক দোকান, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় উর্দিধারীরা। ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। বিকেলের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা রয়েছে এলাকায়। বিএসএফ মোতায়েন করা হয়েছে মোথাবাড়ির উত্তেজনাপ্রবণ এলাকায়। এদিকে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় মামলা।
সেই মামলার শুনানিতে শুক্রবার রাজ্য জানায়, বৃহস্পতিবার দুটো দোকান ভাঙা হয়েছে। এলাকায় ৩০০ পুলিশ মোতায়েন রয়েছে। ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার সবটা সত্য নয় বলেই দাবি করে রাজ্য। এরপরই বিচারপতি বলেন, “ঘটনার স্পর্শকাতরতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা।” এরপরই পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.