Advertisement
Advertisement

চড়া রোদেই হেঁটে প্রচার তৃণমূল প্রার্থী মালা রায়ের, রং-তুলিতে দেওয়াল লিখন শোভনদেবের

মালা রায়ের হয়ে দেওয়াল লিখন শোভনদেবের, দেখুন ভিডিও৷

Mala Roy,TMC candidate from Kolkata Dakshin's campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:March 24, 2019 4:11 pm
  • Updated:March 24, 2019 4:11 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রবিবার, ছুটির দিন৷ প্রচারের জন্য একেবারে উপযুক্ত সময়৷ একে কাজে লাগাতে একচুলও পিছিয়ে নেই কোনও রাজনৈতিক দলের প্রার্থীই৷ পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ীই রবিবার বেলার দিকে দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী মালা রায়৷ কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার রাস্তায় হেঁটেই সারলেন জনসংযোগ৷ কথা বললেন পথচলতি মানুষ, রাস্তার পাশের দোকানদারদের সঙ্গে৷ করজোড়ে তাঁদের সমর্থন প্রার্থনা করলেন৷ কথা বলে তাঁদের সমস্যার কথা জানতে চান৷ সাংসদ হলে যাবতীয় অভাব, অভিযোগ পূরণ করবেন বলে আশ্বাস দেন৷

[ আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় ভোটপ্রচারে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে]

কলকাতা পুরসভার চেয়ারপার্সন হিসেবে বেশ খানিকটা সময় সুনামের সঙ্গে কাজ করেছেন৷ দলের কাজে তিনি বেশ ভরসাযোগ্য তৃণমূল নেত্রীর৷ কলকাতা দক্ষিণ কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ, অভিজ্ঞ সুব্রত বক্সির বদলে তাই এবার মালা রায়কে এই কেন্দ্রের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুব্রত বক্সি সংগঠনের কাজে আরও জোর দেওয়ার জন্য ভোটের লড়াই থেকে অব্যাহতি নিয়েছেন৷ তাঁর সেই জায়গায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে নতুন প্রার্থী হিসেবে মানুষ মালা রায়কে কীভাবে গ্রহণ করবেন, সেই প্রশ্ন উঠলেও প্রার্থী নিজে বেশ আত্মবিশ্বাসী৷ কারণ, রাজনীতির অলিগলি তাঁর বেশ চেনা এবং জনপ্রিয়তার নিরিখেও মালা রায় যথেষ্ট এগিয়ে৷ নেত্রীর ভরসা বজায় রেখে জনগণের কথা তিনি দিল্লির দরবারে পৌঁছে দিতে বদ্ধপরিকর৷ এদিনের প্রচারে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যে মন্ত্রী তথা দলের অন্যতম শীর্ষ নেতা অরূপ বিশ্বাস৷ চড়া রোদ মাথায় নিয়েই প্রার্থীর হয়ে হেঁটে প্রচার করলেন তিনি৷ জনসংযোগ বৃদ্ধিতে তিনিও সমানভাবে সক্রিয় হলেন প্রার্থীর সঙ্গে৷

Advertisement

[আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া, ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী]

অন্যদিকে, প্রার্থীর হয়ে রং, তুলি হাতে দেওয়াল লিখতে নেমে পড়লেন রাজ্যের আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ হলুদ, ম্যাজেন্টা রঙে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের নাম লেখার পাশাপাশি দলের প্রতীক ঘাসফুলও আঁকলেন অনায়াসে৷ এটা অবশ্য তাঁর কাছে নতুন কিছু নয়৷ ভোট মরশুমে বরাবর তিনি এই কাজ করে থাকেন৷ আগেকার অভ্যেসবশত দেওয়াল লিখনে তিনি একেবারেই স্বচ্ছন্দ্য৷ এমনকী প্রার্থী হিসেবে নিজের নাম নিজেই লিখেছেন শোভনদেব, এমন নজিরও আছে৷ সবমিলিয়ে, কলকাতা দক্ষিণে তৃণমূল শিবিরের রবিবাসরীয় প্রচার বেশ জমেছে৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement