Advertisement
Advertisement

বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তৃণমূলের কর্মীরা, দাবি দিলীপের

তুঙ্গে রাজনৈতিক তরজা।

Making inroads in TMC ranks: Dilip Ghosh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2018 5:21 pm
  • Updated:May 18, 2018 5:21 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়, কলকাতা: বাংলার পঞ্চায়েত ভোটে উল্কার গতিতে উত্থান হয়েছে বিজেপির৷ লোকসভার আগে শাসকের ঘাড়ে নিশ্বাস ফেলে বাংলার রাজনীতির ময়দানে ফের দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম গেরুয়া শিবির৷ ফলে, হাবেভাবে বেশ আত্মবিশ্বাসী বিজেপি নেত্বত্ব৷ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই তৃণমূলের বিরুদ্ধে হুমকির সুর চড়ালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

শুক্রবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে বাংলার সম্পর্কে কেন বলতে হচ্ছে? কারণ, জল এতটাই গড়িয়েছে যে ওনাকে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী সম্পর্কে বলার আগে মুখ্যমন্ত্রী এটা ভাবুন।’’

Advertisement

[পঞ্চায়েতে জয় রাজনৈতিক শহিদদের উৎসর্গ মুখ্যমন্ত্রীর, কেন্দ্র ও বিরোধীদের তোপ]

জঙ্গলমহলে বিজেপির সাফল্য প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মাওবাদীদের কথা বলছেন। এটা জঙ্গলমহলের অপমান। তৃণমূল মুক্ত জঙ্গলমহলের ডাক আমি দিয়েছিলাম। সেই পথেই হেঁটেছে জঙ্গলমহল।’’ দিলীপ ঘোষের অভিযোগ, গণনার দিনও ছাপ্পা হয়েছে। বলেন, ‘‘পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতেছে আর জেলা পরিষদে ভোট পায়নি৷ এটা হতে পারে না।’’ দিলীপের দাবি, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছে। আমি বলছি, তৃণমূলের অনেক এমএলএ, এমপি, নেতা আমার সঙ্গে সম্পর্ক রাখছেন। পঞ্চায়েতের রেজাল্টের পর আরও বেশি করে যোগাযোগ করছেন।’’ বাংলার পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামীদিনে রাষ্ট্রপতি শাসনের দাবি করতে হবে বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ৷

পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে বৃহস্পতিবার দিলীপ ঘোষের সাফ হুঁশিয়ারি, ‘‘বিজেপি টক্করে আছে৷ যেটা ভাবছেন, যে একতরফা জয় হয়েছে সেটা নয়৷ নির্বাচন কমিশন কাউকে জেতাবে বা হারাবে না। মানুষ জেতাবে। সেটার প্রতিফলন এখনও হয়নি৷ আমরা পুরোপুরি লড়াইয়ে আছি।’’

[ডি-কোম্পানির সঙ্গে আইএসআই যোগ নিশ্চিত]

তিনি আরও বলেন, ‘‘এখন যে ফলাফল আসছে, তাতে মানুষ ভাবছে কেবল তৃণমূলই আছে। সেটা নয়। আসল রেজাল্ট এখনও সামনে আসেনি। গণনা খুব ধীরগতিতে চলছে। এখনও কাউন্টিং সেন্টারে গিয়ে ছাপ্পা মারা হচ্ছে। আমরা লড়াইয়ে আছি৷  শেষ পর্যন্ত লড়াইয়ে থাকব৷ একতরফা হতে দেব না৷’’ পঞ্চায়েত ভোটে জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কার জয় এখনও পরিষ্কার নয়। একার জয় কারও নয়। এখন যে রেজাল্টা আসছে সেটাও আসল এবং পূর্ণাঙ্গ নয়। আসল রেজাল্ট যখন ঘোষণা হবে তখন সবাই বুঝতে পারবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement