Advertisement
Advertisement

Breaking News

West Bengal Cabinet Reshuffle

West Bengal Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রিসভায় বিরাট রদবদল, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?

তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল।

West Bengal Cabinet Reshuffle: Major reshuffle in Mamata banerjee's cabinet
Published by: Paramita Paul
  • Posted:August 3, 2022 4:05 pm
  • Updated:August 3, 2022 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার বিরাট রদবদল (West Bengal Cabinet Reshuffle)। দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। বুধবার রাজভবনে নতুন ৭ মুখ-সহ মোট নয় মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন মুখেদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমুল হোসেন, সত্যজিৎ বর্মনরা। 

২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল (TMC) মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। উল্লেখ্য, বাংলায় বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হল। একঝলকে দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কারা এলেন?

Advertisement

পূর্ণমন্ত্রী
প্রদীপ মজুমদার
পার্থ ভৌমিক
উদয়ন গুহ
বাবুল সুপ্রিয়
স্নেহাশিস চক্রবর্তী

[আরও পড়ুন: পার্থকে লক্ষ্য করে জুতো ছোঁড়া শুভ্রার নাম ইতিহাসে জায়গা পাক, মুখ্যমন্ত্রীর কাছে আরজি অনুপমের]

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা
বীরবাহা হাঁসদা
বিপ্লব রায়চৌধুরী

প্রতিমন্ত্রী
তাজমুল হোসেন
সত্যজিৎ বর্মন

শপথগ্রহণ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না।

এদিন সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। একসঙ্গে শপথবাক্য পাঠ করেন ৫ পূর্ণমন্ত্রী। দুই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও শপথ নেন একসঙ্গে। প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন পরে।  

শপথগ্রহণের পর এবার দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রেও যে বড়সড় রদবদল হবে সেই ছবিটাও স্পষ্ট। প্রয়াত সুব্রত মুখোপাধ‌্যায়, সাধন পাণ্ডে এবং ইডির হাতে বন্দি পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে অনেকগুলি বড় বড় দপ্তর ছিল। সেগুলি এবার বন্টন হবে নতুনদের মধ্যে।  তবে কার হাতে কোন দপ্তর যায়, সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: ১০% ছাত্রছাত্রীই অবসাদের শিকার! ডাক্তারি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত স্বাস্থ্যভবন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement