Advertisement
Advertisement
Major reshuffle in TMC district level ranks

পার্থ গ্রেপ্তারের পর তৃণমূলের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে রদবদল, দেখে নিন তালিকা

বুধবার রদবদল হবে মন্ত্রিসভাতেও।

Major reshuffle in TMC district level ranks । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2022 2:13 pm
  • Updated:August 1, 2022 2:53 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গ্রেপ্তারির ছ’দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। দলীয় স্তরের সমস্ত পদও হারিয়েছেন পার্থ। তারপরই তৃণমূলের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে রদবদল। একনজরে দেখে নিন তালিকা:

আলিপুরদুয়ার
চেয়ারম্যান: মৃদুল গোস্বামী
সভাপতি: প্রকাশ চিক বরাইক

Advertisement

কোচবিহার
চেয়ারম্যান: গিরীন্দ্রনাথ বর্মন
সভাপতি: অভিজিৎ দে ভৌমিক

জলপাইগুড়ি
চেয়ারম্যান: খগেশ্বর রায়
সভাপতি: মহুয়া গোপ

দার্জিলিং (পার্বত্য)
চেয়ারম্যান: এল বি রাই
সভাপতি: শান্তা ছেত্রী

দার্জিলিং (সমতল)
চেয়ারম্যান: অলোক চক্রবর্তী
সভাপতি: পাপিয়া ঘোষ

উত্তর দিনাজপুর
চেয়ারম্যান: শচীন সিংহ রায়
সভাপতি: কানাইহালাল আগরওয়াল

দক্ষিণ দিনাজপুর
চেয়ারম্যান: নিখিল সিংহ রায়
সভাপতি: মৃণাল সরকার

[আরও পড়ুন: রাজ্যে আরও ৭ নতুন জেলা, নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর]

মালদহ
চেয়ারম্যান: সমর মুখোপাধ্যায়
সভাপতি: আব্দুর রহিম বক্সি

মুর্শিদাবাদ (জঙ্গিপুর)
চেয়ারম্যান: কানাইচন্দ্র মণ্ডল
সভাপতি: খলিলুর রহমান

মুর্শিদাবাদ (বহরমপুর-মুর্শিদাবাদ)
চেয়ারম্যান: আবু তাহের খান
সভাপতি: শাওনি সিংহ রায়

নদিয়া (কৃষ্ণনগর)
চেয়ারম্যান: নাসিরুদ্দিন আহমেদ (লাল)
সভাপতি: কল্লোল খাঁ

নদিয়া (রানাঘাট)
চেয়ারম্যান: প্রমথরঞ্জন বসু
সভাপতি: দেবাশিস গঙ্গোপাধ্যায়

উত্তর ২৪ পরগনা (দমদম-বারাকপুর)
চেয়ারম্যান: নির্মল ঘোষ
উত্তর ২৪ পরগনা (বারাসত)
চেয়ারম্যান: তপতী দত্ত
সভাপতি: কাকলী ঘোষ দস্তিদার

উত্তর ২৪ পরগনা (বসিরহাট)
চেয়ারম্যান: হাজি নুরুল ইসলাম
সভাপতি: সরোজ বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনা (বনগাঁ)
চেয়ারম্যান: শ্যামল রায়
সভাপতি: বিশ্বজিৎ দাস

কলকাতা (দক্ষিণ)
চেয়ারম্যান: মণীশ গুপ্ত
সভাপতি: দেবাশিস কুমার

কলকাতা (উত্তর)
সভাপতি: সুদীপ বন্দ্যোপাধ্যায়

দক্ষিণ ২৪ পরগনা (ডায়মন্ড হারবার-যাদবপুর)
চেয়ারম্যান: অশোক দেব
সভাপতি: শুভাশিস চক্রবর্তী

দক্ষিণ ২৪ পরগনা (সুন্দরবন)
চেয়ারম্যান: নমিতা সাহা
সভাপতি: জয়দেব হালদার

হাওড়া (গ্রামীণ)
চেয়ারম্যান: সমীরকুমার পাঁজা
সভাপতি: অরুণাভ সেন

হাওড়া (শহর)
চেয়ারম্যান: লগন দেও সিং
সভাপতি: কল্যাণেন্দু ঘোষ

হুগলি (হুগলি-শ্রীরামপুর)
চেয়ারম্যান: অসীমা পাত্র
সভাপতি: অরিন্দম গুঁই

হুগলি (আরামবাগ)
চেয়ারম্যান: জয়দেব জানা
সভাপতি: রমেন্দু সিনহারায়

পূর্ব মেদিনীপুর (তমলুক)
চেয়ারম্যান: পীযূষ ভুঁইঞা
সভাপতি: সৌমেন কুমার মহাপাত্র

পূর্ব মেদিনীপুর (কাঁথি)
চেয়ারম্যান: অভিজিৎ দাস
সভাপতি: তরুণ মাইতি

পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর)
চেয়ারম্যান: দীনেন রায়
সভাপতি: সুজয় হাজরা

পশ্চিম মেদিনীপুর (ঘাটাল)
চেয়ারম্যান: অমল পাণ্ডা
সভাপতি: আশিস হুদায়েত

ঝাড়গ্রাম
চেয়ারম্যান: বীরবাহা সোরেন টুডু
সভাপতি: দুলাল মুর্মু

পুরুলিয়া
চেয়ারম্যান: হংসেশ্বর মাহাত
সভাপতি: সৌমেন বেলথরিয়া

বাঁকুড়া
চেয়ারম্যান: মাণিক মিত্র
সভাপতি: দিব্যেন্দু সিংহ মহাপাত্র

বাঁকুড়া (বিষ্ণুপুর)
চেয়ারম্যান: বাসুদেব দিগর
সভাপতি: অলোক মুখোপাধ্যায়

পূর্ব বর্ধমান
চেয়ারম্যান: অশোক বিশ্বাস
সভাপতি: রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

পশ্চিম বর্ধমান
চেয়ারম্যান: ঊজ্জ্বল চট্টোপাধ্যায়

বীরভূম
চেয়ারম্যান: আশিস বন্দ্যোপাধ্যায়
সভাপতি: অনুব্রত মণ্ডল

জেলা তৃণমূল সভাপতি, চেয়ারম্যানের পাশাপাশি রদবদল হবে মন্ত্রিসভাতেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সোমবার সাংবাদিকদের মুখোমুখি সেকথা সাফ জানিয়েছেন তিনি। বললেন, “মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার বিকেল চারটেয়। মন্ত্রিসভা ভেঙে নতুন করে কিছু করার পরিকল্পনা নেই। ছোট কিছু বদল হবে। ৫-৬ জন নতুন আসতে পারে। তিন-চার জনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দল, সংগঠনের কাজে লাগানো হবে।”

[আরও পড়ুন: রাঁধুনি থেকে শিক্ষাদপ্তরে চাকরি, আচমকাই পালটে যায় অর্পিতার ষষ্ঠ শ্রেণি পাশ বোনের জীবন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement