Advertisement
Advertisement

Breaking News

রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, মন্ত্রী হচ্ছেন সুজিত বসু-তাপস রায়

বৃহস্পতিবার রাজভবনে শপথগ্রহণ করবেন ৪ জন নয়া মন্ত্রী৷

 Major reshuffle in Mamata cabinet
Published by: Tanujit Das
  • Posted:December 19, 2018 4:41 pm
  • Updated:December 19, 2018 4:41 pm  

কৃষ্ণকুমার দাস: লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মন্ত্রিসভায় তুলে আনলেন চার নতুন মুখ৷ নবান্ন সূত্রে খবর, মন্ত্রী হচ্ছেন সুজিত বসু, নির্মল মাজি, তাপস রায় ও রত্না ঘোষ৷ ইতিমধ্যে তাঁদের নাম পৌঁছে গিয়েছে রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে৷ আগামিকাল, বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজভবনেই মন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন তাঁরা৷

[সময়ে প্রকল্প শেষ করতে হবে, রেলবোর্ডের কাছে সুরক্ষাকর্তা চাইল মেট্রো]

Advertisement

তবে কে, কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন সেই বিষয়ে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর নবান্ন থেকে৷ তবে বিষয়টি বৃহস্পতিবারই চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানা গিয়েছে, সম্ভবত দমকল দপ্তরের দায়িত্ব পেতে পারেন বিধায়ক সুজিত বসু৷ শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর বর্তমানে এই দপ্তরের দায়িত্বে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সূত্রের খবর, একই সঙ্গে মেয়র ও মন্ত্রীর দায়িত্ব সামলাতে কিছুটা অসুবিধা হচ্ছে তাঁর৷ একথা নাকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন তিনি৷ ফলে তাঁকে স্বস্তি দিতেই দমকল দপ্তরের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুকে তুলে আনতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷ প্রথম থেকেই রাজ্য মন্ত্রিসভায় ৪৪ জন সদস্য রয়েছেন৷ তবে জেমস কুজুর, চূড়ামণি মাহাতো, অবনী জোয়ারদার ও শোভন চট্টোপাধ্যায় বিভিন্ন কারণে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ায়, বর্তমানে সংখ্যা কমে দাঁড়ায় ৪০৷ কিন্তু এবার সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত সপ্তাহেই প্রয়াত হয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি। সূত্রের খবর, বৃহস্পতিবার বিধানসভার নয়া ডেপুটি স্পিকারের নামও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী৷

[অনিশ্চিত রথযাত্রা, বিকল্প কৌশলের সন্ধানে গেরুয়া শিবির]

১৯ জানুয়ারি ব্রিগেডের জনসভা থেকেই কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাজ্য মন্ত্রিসভার রদবদল তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল৷ সার্বিকভাবে সব দপ্তরের কাজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নখদর্পণে থাকে। প্রশাসনিক বৈঠকে প্রতিটি দপ্তরের রেকর্ড কার্ড দেখে নেন তিনি। জেলা সফরেও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চুলচেরা বিশ্লেষণ করেন তিনি। কার কাজে তিনি খুশি নন, সেটাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। রদবদলের ক্ষেত্রে সেই দপ্তরগুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement