সন্দীপ চক্রবর্তী: মন্ত্রিসভার রদবদলের দিনই আইপিএস পর্যায়ে ব্যাপক বদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত ৪৫ জন আইপিএসের দায়িত্ব বদল হয়েছে বা পদোন্নতি হয়েছে। বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাটে নতুন পুলিশ জেলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এর ফলে সুবিধা হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। সোমবারই আইএএস স্তরে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। আর এদিন নবান্নের বিজ্ঞপ্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ ভরতলাল মিনা বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন। হাওড়ার নতুন সিপি হয়েছেন ডঃ তন্ময় রায়চৌধুরি। তিনি বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন। গৌরব শর্মা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নগরপালের দায়িত্ব নেবেন। তিনি হাওড়া (গ্রামীণ)-এর পুলিশ সুপার ছিলেন। অন্যদিকে, ডঃ রাজেশকুমার সিংকে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি থেকে উপকূল নিরাপত্তার আইজিপি করা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার বিশাল গর্গকে প্রেসিডেন্সি রেঞ্জে আনা হয়েছে। জলপাইগুড়ি রেঞ্জের আইজি কল্লোল গনাইকে বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশাত পরভেজকে ডিআইজি, সিআইডি (অপারেশনস) করা হয়েছে। কল্যাণ মুখোপাধ্যায়কে ডিসি, সাউথ ইস্ট থেকে বদল করে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
অর্ণব ঘোষ এসএস, সিআইডি হচ্ছেন। ডিআইজি, সিআইডি (স্পেশাল) দীপশঙ্কর রুদ্র হলেন স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডিআইজি। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি, ক্রাইম মিতেশ জৈন হয়েছেন আর্মড পুলিশের জয়েন্ট সিপি। সুকেশ জৈন এসপি, হুগলি (গ্রামীণ) থেকে ডিআইজি, মেদিনীপুর রেঞ্জ হয়েছেন। মুরলীধর কলকাতার ডিসি, এসটিএফ থেকে কলকাতা পুলিশেরই জয়েন্ট সিপি (ট্রাফিক)-এর দায়িত্ব নেবেন। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন সেন্ট্রাল ডিভিশনের ডিসি শুভঙ্কর সিনহা সরকার। ডিসি, সেন্ট্রাল হয়েছেন সুধীরকুমার নীলকান্তম। বিধাননগরের ডিসি (সদর) অমিত জাভালগি এসএস, আইবি হলেন। কুণাল আগরওয়াল বিধাননগরের নতুন ডিসি (সদর) হয়েছেন। নতুন গঠিত বনগাঁ পুলিশ জেলার এসপির দায়িত্ব পেলেন তরুণ হালদার। রানাঘাটে ভিএসআর অনন্তনাগ, কৃষ্ণনগরে জাফর আজমল কিদোয়াই। এসপি পর্যায়ে দক্ষিণ দিনাজপুরে আনা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, মালদহে অলোক রাজোরিয়া, আলিপুরদুয়ারে নগেন্দ্রনাথ ত্রিপাঠী, কালিম্পংয়ে অমিতাভ মাইতিকে। পশ্চিম মেদ্িনীপুর ও জলপাইগুড়ির এসপি হলেন যথাক্রমে দীনেশ কুমার ও তথাগত বসু। সুন্দরবনের এসপির দায়িত্ব নেবেন সৌম্য রায়। ডায়মন্ডহারবার পুলিশ জেলা দেখবেন এস সেলভামুরুগান। হাওড়ার ডিসি (ট্রাফিক) সুখেন্দু হীরা হয়েছেন হাওড়া (গ্রামীণ)-এর এসপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.