সন্দীপ চক্রবর্তী: মাঝেরহাট সেতুভঙ্গে অভিযুক্ত হলেন পূর্ত দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ার। কর্তব্যে গড়িমসির কারণে সন্দেহের তালিকায় অর্থ দপ্তরের তিন অফিসারও। প্রত্যেকেই মাঝেরহাট সেতুর বেহাল অবস্থা জেনেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেননি বলেই অভিযোগ। পাশাপাশি সেতু ভাঙার কাজ রবিবার বা মঙ্গলবার থেকে শুরু করা হতে পারে। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছে রাজ্য সরকার।
শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, নতুন করে তৈরি করা হবে মাঝেরহাট সেতু। মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি প্রাথমিক তদন্ত রিপোর্টে পূর্ত দপ্তরের এক শ্রেণির ইঞ্জিনিয়ারের গাফিলতির কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, দোষ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। তবে গত চার সেপ্টেম্বর মাঝেরহাট সেতুর মাঝের অংশ ভাঙার কারণ খতিয়ে দেখতে প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটও তদন্ত শুরু করেছে। সেই রিপোর্ট পেলেই গাফিলতির তদন্ত প্রক্রিয়া শেষ হবে বলে নবান্ন সূত্রে খবর। তারপরই দোষী চিহ্নিত হবে ও শাস্তির বিষয় চূড়ান্ত হবে।
তবে পূর্ত দপ্তরের পাঁচ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে গাফিলতির স্পষ্ট অভিযোগ রয়েছে। মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টে নবান্ন, দক্ষিণ কলকাতা ও আলিপুর-২ ডিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন এঁরা। এঁদের প্রত্যেকেই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আরও উচ্চ পদমর্যাদা সম্পন্ন। ২০১৬-তে মাঝেরহাট সেতুর বেহাল অবস্থা চিহ্নিত হওয়ার পর কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নই তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন, সেই সময় পুলিশের সাহায্য নিয়ে যান চলাচলে নিয়ন্ত্রণ করা যেত। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ার ফাইল নিয়ে অযথা গড়িমসি করায় সন্দেহের তির অর্থ দপ্তরের তিন আধিকারিকের দিকেও। দ্রুত ফাইল ছাড়া ও সময়মতো অর্থ বরাদ্দ হলে দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছে অভিজ্ঞমহল।
[ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে সহকর্মীর স্বামীর সঙ্গে দিদিমণির প্রেম, স্কুলে চাঞ্চল্য]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.