Advertisement
Advertisement

Breaking News

Park Street Shootout

অবশেষে পুলিশের জালে পার্ক স্ট্রিট গুলি কাণ্ডের মূল অভিযুক্ত সোনা

জামশেদপুর থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা।

Main accused of Park Street Shootout case arrested by police

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 19, 2024 2:58 pm
  • Updated:June 19, 2024 4:59 pm

অর্ণব আইচ: অবশেষে পুলিশের জালে পার্ক স্ট্রিট গুলি(Park Street Shootout) কাণ্ডের মূল অভিযুক্ত সোনা। জামশেদপুর থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

পার্ক স্ট্রিট গুলি কাণ্ডে প্রথম থেকেই পুলিশের নজরে মহম্মদ ফইউদ্দিন ওরফে সোনা। তদন্তকারীদের ধারণা ছিল, আপাতত গা ঢাকা দেওয়া সোনা বিহারে পালিয়েছে। কারণ, বিহার দ্বারভাঙায় সোনার আসল বাড়ি। তার শ্বশুরবাড়ি বিহারের সাসারামে। ওই দুই জায়গায়ই তার সম্পত্তি রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। সোনার সন্ধানে যেন কলকাতা ও তার আশপাশের অঞ্চলে তল্লাশি চলছে, তেমনই তাকে খুঁজতে বিহারেও পুলিশের টিম তল্লাশি চালায়। অবশেষে গ্রেপ্তার করা হল সোনাকে।

Advertisement

[আরও পড়ুন: গ্রামের দখল কার হাতে? লাগাতার বোমাবাজি, গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পাড়ুই]

প্রসঙ্গত, তিলজলার কুখ‌্যাত গ‌্যাংস্টার রশিদ আলম ওরফে গব্বর তার শ‌্যালক ফইউদ্দিন ওরফে সোনাকে সঙ্গে নিয়েই গ‌্যাং তৈরি করে। তার আগে মধ‌্য কলকাতার কুখ‌্যাত গ‌্যাংস্টার রিপন স্ট্রিটের আখতার মেহমুদের দলে ছিল সোনা। পরে গব্বর ও সোনার গ‌্যাং মধ‌্য কলকাতা, পূর্ব কলকাতা ও দক্ষিণ কলকাতায় দাপিয়ে বেড়াতে শুরু করে। খুন, খুনের চেষ্টা, অপহরণ, মাদক পাচার, প্রোমোটিং ও ব‌্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজিতে গব্বর-সোনার গ‌্যাং সিদ্ধহস্ত। ১৯৯৭ সালে বাদশা ও ১৯৯৮ সালে সাদিক খুনের অভিযোগে সোনা গ্রেপ্তারও হয়েছিল। তিলজলায় বান্টি খুনের ঘটনায় ২০০১ সালের ডিসেম্বরে গব্বর গ্রেপ্তার হয়। তার আগেই সোনা তিলজলার চুন্নু মিঞার গ‌্যাংয়ে যোগ দেয়।

Advertisement

[আরও পড়ুন: খাবার নেই, জলও শেষ! বীরভূমের ২৮ পড়ুয়া আটকে ধস কবলিত সিকিমে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ