Advertisement
Advertisement

Breaking News

Salt lake

তেলেঙ্গানা পালিয়েও শেষরক্ষা হল না, মহিষবাথানে ডেলিভারি বয় হত্যাকাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত

এখনও অবধি ঘটনায় মূল অভিযুক্ত-সহ পাঁচজন গ্রেপ্তার।

Main accused arrested in Salt Lake delivery boy murder

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:January 14, 2025 10:15 am
  • Updated:January 14, 2025 10:25 am  

বিধান নস্কর, দমদম: বর্ষবরণের রাতে সল্টলেক মহিষবাথান উদয়নপল্লি এলাকায় এক ডেলিভারি বয়কে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। তাঁর বন্ধুরাই এই কাজ করেছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে গ্রেপ্তার হলেন মৃত্যুঞ্জয় মণ্ডল নামে মূল অভিযুক্ত। সুদূর তেলেঙ্গানা থেকে তাঁকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা।

বর্ষবরণের রাতে বছর ২৬-এর সুব্রত মাজি নামে ওই যুবককে ফোনে ডেকে পাঠিয়েছিলেন সোনা নামে এক যুবক। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে সুব্রত বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর তিনি ফেরেননি। মোবাইল ফোনেও ছেলের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি বাড়ির লোকজন। পরে পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রতকে পাড়ার এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। ওই ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান সুব্রতকে। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

তাঁকে পিটিয়ে মারা হয়েছে, সেই কথাই সামনে আসে। ঘটনার তদন্তে নেমে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা প্রথমে একজনকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। এবার পলাতক ওই যুবক পুলিশের জালে ধরা পড়ল। কলকাতা থেকে তেলেঙ্গানা গিয়ে গা ঢাকা দিয়েছিল ওই যুবক। পুলিশের কাছে সেই খবর গেলে তেলেঙ্গানা যান তদন্তকারীরা। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় গ্রেপ্তার হয়েছেন। তাঁকে দ্রুত বিধাননগরে ফিরিয়ে আনছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও অবধি গ্রেপ্তার মূল অভিযুক্ত-সহ পাঁচজন। এর আগে সবুজ মিস্ত্রি, বাপন হালদার, বিশ্বজিৎ মণ্ডল ও অসিত সরকার গ্রেপ্তার হয়েছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement