Advertisement
Advertisement
Mahua Moitra

Mahua Moitra: ‘একটা চুলও ছুঁতে পারবে না’, চ্যালেঞ্জ ছুড়ে এথিক্স কমিটিতে হাজিরার ঘোষণা মহুয়ার

যে কোনওভাবে মুখ বন্ধ করতে চাইছে বিজেপি, দাবি মহুয়ার।

Mahua Moitra to appear before Lok Sabha Ethics Committee | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2023 6:18 pm
  • Updated:October 31, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন ইসুতে ফের বিস্ফোরক মহুয়া মৈত্র (Mahua Moitra)। তৃণমূল সাংসদের দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভুয়ো। একটা পয়সার দুর্নীতির প্রমাণ নেই। স্রেফ সংসদের শীতকালীন অধিবেশনে মুখ বন্ধ করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। মহুয়া জানিয়ে দিয়েছেন, আগেরবার এথিক্স কমিটির তলবে সাড়া না দিলেও এবার তিনি যাবেন।

টাকার বদলে প্রশ্ন বিতর্কে প্রথমে ৩১ অক্টোবর মহুয়াকে তলব করেছিল সংসদের এথিক্স কমিটি (Lok Sabha Ethics Committee)। কিন্তু নিজের সংসদীয় এলাকায় ব্যস্ত থাকায় সেদিন হাজিরা দেননি তৃণমূল সাংসদ। তিনি চিঠি দিয়ে এথিক্স কমিটির কাছে ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়ে নেন। সেই সময় তাঁকে দেওয়া হয়নি। উলটে ২ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। মহুয়া এদিন চ্যালেঞ্জের সুরে জানিয়ে দিলেন, ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তিনি এথিক্স কমিটিতে হাজিরা দেবেন। এবং সব অভিযোগ খণ্ডন করবেন।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষিকার প্রেমিকের হাতে খুন কিশোর! ‘অপহরণ’ বলে চালিয়েও গ্রেপ্তার অভিযুক্ত]

তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, “একটা পয়সা নিয়েছি প্রমাণ করতে পারবে না। ওরা যে কোনও মূল্যে মুখ বন্ধ করতে চায়। তাই যা তা একটা অভিযোগ দিয়ে দিয়েছে। কোনও প্রমাণ আছে? এক পয়সা নিয়েছি প্রমাণ থাকলে এথিক্স কমিটিতে ডাকত না। FIR করে সোজা জেলে ঢুকিয়ে দিত। কিছু প্রমাণ করতে পারবে।” তাঁর সাফ কথা,”ওরা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। আমি এথিক্স কমিটিতে যাব। আর সব অভিযোগ খণ্ডন করব।”

[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, জঙ্গিদের হাতে খুন পুলিশকর্মী]

মহুয়ার দাবি, রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের থেকে নজর ঘোরাতেই তাঁকে এভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি শুধু চায় শীতকালীন অধিবেশনে তাঁর মুখ বন্ধ রাখতে। কিন্তু তিনি যে আদানিদের বিরুদ্ধে সুর নরম করবেন না, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement