Advertisement
Advertisement
Mahua Moitra

বিজেপি প্রার্থী কোথায়? দূরবীন দিয়ে খুঁজছেন মহুয়া-সায়নী

মহুয়ার বাড়িতে সিবিআই তল্লাশিতে কিছুই মেলেনি, দাবি তৃণমূল নেত্রীর।

Mahua Moitra made sarcasm on BJP over candidate list

এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্রের পোস্ট করা ছবি।

Published by: Paramita Paul
  • Posted:March 24, 2024 10:28 am
  • Updated:March 24, 2024 10:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে সিবিআই স্ক্যানারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শনিবার দিনভর তাঁর বাড়ি, নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়ে ‘খালি হাতে’ই ফিরতে হয়েছে তদন্তকারীদের। এর পরই বিজেপিকে খোঁচা দিয়ে টুইট করলেন মহুয়া। এখনও রাজ্যের অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি গেরুয়া শিবির। শুভেন্দু-সুকান্তদের সেই ছন্নছাড়া অবস্থাকে কটাক্ষ করে নিজের ও সায়নী ঘোষের একটি ছবি পোস্ট করেন মহুয়া। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূলের দুই ‘তারকা’ প্রার্থী চোখে দূরবীন এঁটে দাঁড়িয়ে। সঙ্গে লেখা, “দিনভর তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরেছে সিবিআই। আর সেসময় আমি আর সায়নী আমাদের বিরুদ্ধের বিজেপি প্রার্থীদের খুঁজছি।”

ভোটের আগেই মহুয়ার বিরুদ্ধে সক্রিয় হয়েছে সিবিআই। প্রশ্ন-ঘুষ কাণ্ডে লোকপালের নির্দেশের পরই শনিবার তাঁর কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগর ও করিমপুরের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। মাঝরাতে তল্লাশি সেরে খালি হাতেই ফেরেন তাঁরা। এর পরই নিজের এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট করেন মহুয়া। লেখেন, আজ সিবিআই আমার বাড়ি ও নির্বাচনী দপ্তরে আসে। নম্রভাবেই তল্লাশি চালায়। কিন্তু কিছুই পায়নি। ঠিক সেই সময় আমি আর সায়নী আমাদের বিরুদ্ধের বিজেপি প্রার্থীদের খুঁজছি।”

Advertisement

 

উল্লেখ্য, সায়নী ঘোষ যাদবপুরের তৃণমূল প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম দফায় নাম ঘোষণা হয়ে গেলেও প্রচারে তাঁর টিকিও দেখা যাচ্ছে না বলে দাবি। দেওয়াল লিখনের অবস্থাও তথৈবচ। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এখনও প্রার্থীই দিতে পারেনি বিজেপি। প্রচার তো দূরাস্ত। এদিন গেরুয়া শিবিরের এই ‘দৈন্য দশা’কেই কটাক্ষ করলেন মহুয়া, বলছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement