Advertisement
Advertisement

Breaking News

দক্ষিণ দমদম পুরসভা

রাস্তায় ঘুরতে ঘুরতেই শুনুন মহিষাসুরমর্দিনী, পুজোয় উপহার দক্ষিণ দমদম পুরসভার

স্থানীয় বাসিন্দাদের কী উপহার দিচ্ছে পুরকর্তৃপক্ষ?

Mahalaya to play on loudspeaker in south Dum Dum
Published by: Sayani Sen
  • Posted:August 21, 2019 10:01 pm
  • Updated:August 22, 2019 3:54 pm  

শুভময় মণ্ডল: গান শুনে যদি ঘুম ভাঙে তবে কেমন হয়? মন্দ লাগবে না তাই তো?  সাধারণ মানুষের কথা ভেবে এই ব্যবস্থাই করল দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ৷ পুরকর্তৃপক্ষের তরফে এলাকার আপাতত দু’টি ওয়ার্ডে লাগানো হচ্ছে সাউন্ড সিস্টেম৷

[আরও পড়ুন: পুজোয় খবর নিয়ে খবরদারি বিবেকানন্দ সার্বজনীনের, এবারের থিম মিডিয়া]

সিগন্যালে দাঁড়িয়ে বিরক্তি দূর করতে গানের বন্দোবস্ত করেছিল রাজ্য সরকার৷ শহরের বিভিন্ন প্রান্তে সাউন্ড সিস্টেম লাগানোর বন্দোবস্ত করা হয়েছিল৷ রবীন্দ্র সংগীত থেকে নজরুল গীতি আবার কখনও দেশাত্মবোধক গান শোনা যায় সেখানে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছে দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ৷ ওই পুরসভার ১৪ এবং ১৮ নম্বর ওয়ার্ডে বসতে চলেছে সাউন্ড সিস্টেম৷ সকাল থেকে তাতে শোনা যাবে নানা ধরনের গান৷ সঙ্গে পুরসভার গুরুত্বপূর্ণ ঘোষণাও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে পড়বে সর্বত্র৷
এলাকাবাসীর একটাই প্রশ্ন কবে থেকে চালু হবে সাউন্ড সিস্টেম? দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পরিষদ সদস্য প্রবীর পাল বলেন, ‘‘মহালয়ার পুণ্যতিথিতে উদ্বোধন হবে সাউন্ড সিস্টেমের৷’’ কিন্তু কেন এমন দিনটিকে বেছে নেওয়া হল? উত্তরে তিনি বলেন, ‘‘এক্কেবারে কাকভোরে মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হয়৷ যাঁরা সকালে হাঁটতে যান তাঁদের পক্ষে মহিষাসুরমর্দিনী শোনা কিংবা দেখা সম্ভবপর হয় না৷ তাই তা বাজানো হবে ওই সাউন্ড সিস্টেমে৷ স্বাস্থ্যসচেতন বাসিন্দাদের কথা ভেবেই ওই দিনটিকে বেছে নিয়েছি৷’’ প্রবীরবাবুর উত্তরে বেজায় খুশি স্থানীয় বাসিন্দা৷

Advertisement

[আরও পড়ুন: ‘জাগুয়ার চালাচ্ছিল না আরসালান পারভেজ’, লাউডন স্ট্রিট কাণ্ডে নয়া মোড়]

পুরসভা সূত্রে খবর, আপাতত দু’টি ওয়ার্ডে বসানো হবে সাউন্ড সিস্টেম৷ তবে পরবর্তীকালে দক্ষিণ দমদমের মোট পঁয়ত্রিশটি ওয়ার্ডে এই সাউন্ড সিস্টেম বসানোর ভাবনা রয়েছে বলেই খবর৷ এলাকা সৌন্দর্যায়নের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement