Advertisement
Advertisement

Breaking News

ম্যাজিক

ম্যাজিক দেখাতে গিয়ে বিপদ, মাঝগঙ্গায় তলিয়ে গেলেন জাদুকর

জাদুকরকে উদ্ধার করতে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি৷

Magician drowned into the middle of Ganga near Fairly ghat

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:June 16, 2019 4:38 pm
  • Updated:June 16, 2019 4:55 pm  

অর্ণব আইচ: বিপজ্জনক ম্যাজিক দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ জাদুকর চঞ্চল লাহিড়ী৷ আজ দুপুর পৌনে একটা নাগাদ নাগাদ মিলেনিয়াম পার্কের কাছে গঙ্গায় স্টান্ট দেখানোর জন্য নেমেছিলেন তিনি৷ কিন্তু মাঝপথেই বিপত্তি৷

[আরও পড়ুন: তৃণমূলকে চাপে ফেলতে তৎপর বাংলার বিজেপি সাংসদরা, নয়া কৌশল গেরুয়া শিবিরের]

রবিবার দুপুর পৌনে একটা নাগাদ হুগলির বাসিন্দা চঞ্চল লাহিড়ী ফেয়ারলি ঘাট থেকে লঞ্চে ওঠেন৷ ২৮ নম্বর পিলারের কাছে লঞ্চ থেকে ঝাঁপ দেন তিনি৷ যে ম্যাজিক তিনি দেখাতে যাচ্ছিলেন, তা বেশ ঝুঁকিবহুল, জটিলও৷ তাঁর হাত-পা-মুখ বাঁধা থাকবে৷ হাওড়া ব্রিজে থাকা ক্রেন দিয়ে তাঁকে লঞ্চ থেকে প্রথমে তোলা হবে৷ তারপর ওই ক্রেন থেকেই গঙ্গায় ছুঁড়ে ফেলা হবে৷  সেখান থেকে তিনি নিজেই উঠে আসবেন৷

Advertisement

সেইমতো তিনি ফেয়ারলি ঘাট থেকে মাঝগঙ্গা পর্যন্ত যান চঞ্চল লাহিড়ী৷ হাওড়া ব্রিজের উপরে থাকা ক্রেন তাঁকে তুলে নেয়৷ এরপর সেখান থেকে ছুঁড়ে ফেলা হয় গঙ্গায়৷ মাঝনদীতে তিনি ডুবে যান৷ কিছুক্ষণ পর তাঁর উঠে আসার কথা৷ কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও উঠছেন না দেখে, মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন৷ কোনও কোনও প্রত্যক্ষদর্শীর মতে, তিনি হাত-পা ছুঁড়ছিলেন নদী থেকে ওঠার জন্য৷ কিন্তু তাঁকে উদ্ধার করা যায়নি৷ শেষমেশ তিনি ডুবে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷

[আরও পড়ুন: এনআরএস কাণ্ডে চিন্তিত বুদ্ধিজীবী মহল, অপর্ণা সেনের নেতৃত্বে সম্প্রীতি মঞ্চ গড়ার ভাবনা]

তাঁরাই খবর দেন নর্থ পোর্ট থানায়৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়৷ নামানো হয় ডুবুরি৷ এখনও চলছে তল্লাশি৷ এর আগেও চঞ্চল লাহিড়ী একাধিকবার ম্যাজিক দেখাতে গিয়ে বিপদে পড়েছেন৷ নিজেকে ‘ম্যানড্রেক’ বলে পরিচয় দিয়ে কৌশল করে মানুষকে প্রতারণার অভিযোগও উঠেছে৷ একবার জলের উপর দিয়ে হাঁটার ম্যাজিক তিনি দেখাতে গিয়েছিলেন৷ তাতে  কৌশল ফাঁস হয়ে যাওয়ায় একবার গণপ্রহারের মুখে তাঁকে পড়তে হয়েছিল৷ গঙ্গা থেকে তাঁকে উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছেন ডুবুরিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement