ধীমান রক্ষিত: বজ্র আঁটুনিতেও ফসকা গেরো! মাধ্যমিক পরীক্ষায় এআই অ্যাপের ব্যবহার! অঙ্কের প্রশ্নের উত্তর দিয়ে কৃত্রিম মেধার ব্যবহার করার অভিযোগ উঠল কলকাতার এক স্কুলের পরীক্ষার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যবহারের অভিযোগে আরও পাঁচ পড়ুয়ার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষার শুরুতেই পর্ষদের তরফে সাফ জানানো হয়েছিল, পরীক্ষা হলে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করা হলে পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল হবে। এমনকী, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহারের উপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তারপরেও একাধিক স্কুল থেকে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এবার তার থেকেও এক ধাপ এগিয়ে এআই বা কৃত্রিম মেধা ব্যবহারের অভিযোগ উঠল।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থীর সিট পড়েছিল বটতলা হাই স্কুলে। অভিযোগ, সে অঙ্কের প্রশ্ন লিখে পাঠাচ্ছিল ওই অ্যাপে। উত্তর দিয়ে দিচ্ছিল সেই কৃত্রিম মেধাযুক্ত অ্যাপ। ওই সেন্টার থেকে মোট ছ’টি মোবাইল ধরা পড়েছে। যারা মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র অন্যত্র পাঠিয়েছি। এর মধ্যে তিনজন প্রশ্নের ছবি তুলে বাড়ির শিক্ষক-শিক্ষিকারে পাঠিয়েছিল। একজন পাঠিয়েছিল তার সিনিয়রকে। আর একজন তার বান্ধবীকে পাঠিয়েছে বলে অভিযোগ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন মোট ১৯ জন পরীক্ষার্থীর মোবাইল নিয়ে ধরা পড়েছে। আর একজন স্মার্টওয়াচ নিয়ে ধরা পড়েছে। এদের প্রত্যেকের এবছরের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.