ধীমান রক্ষিত: আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একথা জানানো হয়েছে। এবার পরীক্ষার ৭০ দিনের মাথায় পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে।
প্রতি বছরের মতো এবারও পর্ষদের ওয়েবসাইটের মাধ্য়মে জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফল। এছাড়া সংবাদ প্রতিদিন-সহ একাধিক ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। সেগুলি হল:
https://www.sangbadpratidin.in
www.result.wbbdedata.com
www.indiaresults.com
www.results.shiksha
fastresult.in
বেশ কয়েকটি মোবাইল অ্যাপেও জানা যাবে ফলাফল। সেগুলি হল:
http://iresults.net/wbbse-app
fastresult.in
www.results.shiksha
www.edutips.in
মেসেজের মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা।
চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। যা গত বছরের তুলনায় কমপক্ষে ৬২ হাজারেরও বেশি। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৮৩। টুকলি রুখতে এবছর একাধিক কড়া পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল কিংবা কোনও বৈদ্যুতিন গ্য়াজেট-সহ পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়ার নিয়ম চালু হয়। সেই নিয়মের ফলে মোট ১৪৫ জনের পরীক্ষাও বাতিল হয়। বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের আঁচড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী সম্প্রতি চাকরি হারিয়েছেন। তার ফলে কারা খাতা দেখবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে তারই মাঝে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.