Advertisement
Advertisement

চমকপ্রদ গল্প-আবদার, মাধ্যমিকের উত্তরপত্র দেখে আঁতকে উঠছেন পরীক্ষক

উত্তর নয়, গল্প, আবদারে ভরতি মাধ্যমিক পরীক্ষার খাতা৷

Madhyamik exam candidates bizarre request to teacher
Published by: Sucheta Sengupta
  • Posted:March 16, 2019 4:32 pm
  • Updated:March 16, 2019 4:32 pm

দীপঙ্কর মণ্ডল: লেখার কথা প্রশ্নের উত্তর৷ সেটা ঠিক বা ভুল হতেই পারে৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষার একগুচ্ছ খাতা দেখতে গিয়ে শিক্ষকরা যা দেখলেন, তা হাসির খোরাকও বটে৷ আবার কেউ ভাবছেন, পাশ করাবেন কীভাবে? উত্তরপত্রে কেউ লিখেছে, স্যার দয়া করে পাশ করিয়ে দিন, নইলে বাড়ি থেকে বের করে দেবে৷ লিখেছেন, প্লিজ… কিন্তু তার বানান দেখে চক্ষুচড়কগাছ পরীক্ষকদের৷ PLEASE – এই শুদ্ধ বানান তো দূর অস্ত, হালফিলের এসএমএস ভাষাও নয়৷ লেখা Pizz৷

 

Advertisement

কেউ আবার উত্তরপত্রে মোবাইল নম্বর লিখে রেখেছেন৷ কোনও পরীক্ষার্থী প্রশ্নের উত্তর দিয়েছেন৷ কিন্তু তা ভুল তো বটেই, খুবই হাস্যকর৷ কারও হাতের লেখা একেবারে অপাঠ্য৷ উদ্ধার করার কোনও উপায় নেই৷ এসব দেখে পরীক্ষকের মাথায় হাত৷ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ৷ তাতে বেশ মনসংযোগ দরকার৷ কিন্তু উত্তরপত্রের লেখাই তো সেই মনসংযোগ নষ্ট করে দিচ্ছে৷ কোথায়, কীভাবে নম্বর দেবেন, তা ভেবেই আতান্তরে তাঁরা৷

নির্বাচনী আবহে কালো টাকার লেনদেন রুখতে পদক্ষেপ আয়কর বিভাগের

চলতি নিয়ম অনুসারে, মাধ্যমিকে প্রতিটি বিষয়ে ১০০এর মধ্যে মোট ২৫ পেলেই পাশ৷ আবার এই ১০০র মধ্যে ১০ নম্বর থাকে প্রজেক্টে৷ বাকি ৯০ নম্বরের উত্তর লিখতে হয়৷ অধিকাংশ স্কুলেই প্রজেক্টের জন্য ১০এ ১০ পাওয়া যায়৷ কাজেই বাকি ৯০এর মধ্যে মাত্র ১৫ নম্বর পেলেই পাশ করতে পারেন যে কোনও পরীক্ষার্থী৷ এখন এই ১৫ নম্বরই বা কীভাবে দেওয়া হবে, সেটাই ভাবছেন পরীক্ষকরা৷ তাঁরা জানাচ্ছেন, কাউকে টেনেটুনে ১৩ নম্বর পর্যন্ত দেওয়া যাচ্ছে, তার বেশি নয়৷ এদিকে, ফলপ্রকাশের তাড়াও আছে৷ ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে৷ ৯০দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হলে ২২ মে-র মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হওয়ার কথা৷ ফলে চাপ বাড়ছে খাতাগুলো দ্রুত দেখে ফেরত দেওয়ার৷ সবমিলিয়ে চূড়ান্ত নাজেহাল দশা শিক্ষকদের৷ তবে এরই মধ্যে একজনের আবেদন কাজ করেছে৷ যিনি লিখেছিলেন যে মাধ্যমিক পাশ না করলে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে, তিনি কোনওক্রমে পাশ করে বেরিয়েছেন বলেই খবর৷ কিন্তু এসবের পরও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পরীক্ষার এই বেহাল দশা রাজ্যের শিক্ষাব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে৷

শত্রুপক্ষের বিরুদ্ধে আক্রমণ হানতে ওজন কমাচ্ছে নৌবাহিনীর বিমান,কপ্টার

madhyamik-answer-n

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement