Advertisement
Advertisement
Madhyamik English allegedly leaked!

সোশ্যাল মিডিয়ায় ফাঁস মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন! বিস্ফোরক দাবি সুকান্তর, পালটা কুণালের

মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই কাজ করেছেন বলেই অভিযোগ।

Madhyamik English allegedly leaked, says Sukanta Majumdar, TMC reacts । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2023 4:11 pm
  • Updated:February 24, 2023 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই। তবে ইংরাজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্নপত্র। মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই কাজ করেছেন বলেই অভিযোগ। যদিও প্রশ্নফাঁসের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সস্তার রাজনীতি করছেন সুকান্ত, দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটে লেখেন, “আজ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: সমাবর্তনের শুরুতেই তাল কাটল বিশ্বভারতীতে, উপাচার্যর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ ক্যাম্পাস]

তিনি আরও দাবি করেন, মালদহে মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। ১২টা ৪৮ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রটি পেয়েছেন বলেই খবর। সুকান্তর অভিযোগ, মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই প্রশ্ন ফাঁস করেছেন। তবে নাম উল্লেখ করতে চাননি তিনি। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবিও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

যদিও সুকান্তর দাবি মানতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তোপ দেগেছেন তাঁকে। তিনি বলেন, “দায়িত্বশীল কোনও নেতার সস্তার প্রচারের জন্য ছাত্রছাত্রীদের মানসিকতা নিয়ে ছেলেখেলার কোনও মানে নেই। ছাত্রছাত্রীরা ঢুকে গেলে আর ফাঁস হওয়ার কথা আসে কী করে? কোথাও কিছু ফাঁস হয়নি। ঢোকার পর তো প্রশ্ন খুলতে হবে। অন্য মানসিকতার কোনও ব্যক্তি যদি প্রশ্ন খুলে বের করে দিয়ে বলে দেখুন সেই প্রশ্ন, সেটা তো কুৎসার রাজনীতি। সুকান্তবাবু সস্তার রাজনীতি করবেন না। আপনি শিক্ষক সমাজে আছেন। বাম আমলে একটা বড় ঘটনা ঘটেছিল। কঠিন প্রশ্ন। সেটা মাথায় রাখুন। সস্তার রাজনীতি করবেন না।”

[আরও পড়ুন: বাজার থেকে উধাও পিঁয়াজ? বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement