Advertisement
Advertisement
Madan Mitra

Madan Mitra: SSKM হাসপাতালে বুধবারই অস্ত্রোপচার মদন মিত্রের

এক সপ্তাহেরও বেশি হাসপাতালে ভর্তি মদন মিত্র।

Madan Mitra will undergo shoulder operation at SSKM on Wednesday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 12, 2023 4:23 pm
  • Updated:December 12, 2023 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক সমস্যা নিয়ে এসএসকেএমে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আগামিকাল সেখানেই তাঁর কাঁধের অস্ত্রোপচার হবে বলে খবর। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি।

দিন দশেক আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হন মদন মিত্র। পরের দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: মামলা লড়তে রাজভবনের তোলাবাজি? ‘মাছের তেলে মাছ ভাজা’, তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর]

কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের (Madan Mitra)। শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি তিনি। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার অস্ত্রোপচার করা হতে পারে মদন মিত্রের।

[আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতিতে চার্জশিট পেশ ইডির, নাম রয়েছে জ্যোতিপ্রিয়-বাকিবুরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement