২০২২ সালে কাতার বিশ্বকাপের সময়ে আরবের শেখ রূপে মদন মিত্র।
নব্যেন্দু হাজরা: কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর আর পশ্চিমবঙ্গের বিধানসভা অধিবেশন – দুইই শুরু হওয়ার কথা প্রায় একই সময়ে। কোনটা বাদ দিয়ে কোনটায় থাকবেন, সেই দ্বন্দ্ব কাটিয়ে ওঠা বড়ই মুশকিলের ছিল। তাই তো নিজের ইচ্ছা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন সর্বময় নেত্রীর উপর। ইচ্ছের কথা জানিয়ে আবেদন করেছিলেন। আবেদনে আংশিক সাড়া মিলল বলা যেতেই পারে। বিশ্বকাপের ডে-ওয়ান থেকে না হলে কয়েকদিন পর কাতার গিয়ে উপস্থিত হবেন জনপ্রিয় তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষে কাতার সফরসূচি পিছিয়ে দিলেন তিনি। একুশে নভেম্বরের বদলে যাবেন ২৪ নভেম্বর।
১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথম দিন সূচনার পর সপ্তাহান্ত পড়ায় কাজের দিন শুরু হবে সোমবার, ২১ নভেম্বর থেকে। ওইদিনই কাতার যাওয়ার কথা ছিল মদন মিত্র। তাঁর ক্রীড়াপ্রেমের কথা কে না জানে? রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর সামলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) । বিশ্ব ফুটবলের যে একনিষ্ঠ দর্শক তিনি – সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতিতে নিজের পছন্দমতো দিনে সফর করতে পারছেন না। তবে একটু দেরিতে যাওয়ার জন্য আক্ষেপ নেই তেমন।
২০ নভেম্বর থেকে কাতারে ফুটবলের মহারণ (Qatar World Cup 2022) শুরু হচ্ছে। মদন মিত্র চেয়েছিলেন, উদ্বোধনের পরদিন, ২১ নভেম্বর কাতার উড়ে যেতে। কিন্তু ওই সময় অধিবেশন চলবে। প্রথম কয়েকদিন বিধায়কদের উপস্থিতি কাম্য, বিশেষত শাসকদলের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও স্পিকার মদন মিত্রকে জানিয়েছেন, ২১ তারিখ যাওয়া চলবে না। এরপরই তিনি সিদ্ধান্ত নেন, অধিবেশনের তিনটি দিন বিধায়ক অধিবেশনে যোগ দেবেন। প্রয়োজনীয় কাজ সেরে ফেলবেন তারই মধ্যে। এরপর ২৪ তারিখ ভোরে কাতার রওনা হবেন। ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাতার মহারণ দেখবেন।
এরপর ফিরে আসবেন কলকাতায় (Kolkata)। অধিবেশনের শেষ ধাপে আবার যোগ দেবেন মদন মিত্র। তারপর আবার ডিসেম্বরে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালের ম্যাচ দেখতে যাবেন মরুদেশে। আসল কথা, ইচ্ছেপূরণ ও দায়িত্ব পালন – দুইই একসঙ্গে করতে মরিয়া তৃণমূলের জনপ্রিয় বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.