Advertisement
Advertisement

Breaking News

Madan Mitra

শ্বাসকষ্ট রয়েছে এখনও, পরীক্ষার জন্য বাঙ্গুরে নিয়ে যাওয়া হল মদন মিত্রকে

সোমবার রাতে অসুস্থ হওয়ায় এসএসকেএমে ভর্তি তৃণমূল বিধায়ক।

Madan Mitra suffering from Pneumonia taken to Bangur Institute of Neuroscience for tests |Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:December 5, 2023 3:54 pm
  • Updated:December 5, 2023 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বাসকষ্ট, সর্দিকাশিতে সোমবার রাতে আচমকাই অসুস্থ হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তখনকার মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে মঙ্গলবার দুপুরে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হল। সেখানে আউটডোরে পরীক্ষা করা হয়। এই সময়েও তাঁকে কাশতে দেখা যায়। তবে হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল।

সোমবার রাতে মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নং কেবিনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। বিধায়কের কাশি হচ্ছিল খুব। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। রাতভর মোটের উপর স্থিতিশীল ছিলেন।  

Advertisement

[আরও পড়ুন: ‘তৈলমর্দন করলেই পছন্দের জায়গায় পোস্টিং দেন!’ DPSC-কে ভর্ৎসনা বিচারপতির]

মঙ্গলবার সকাল পর্যন্ত তেমন সমস্যা ছিল না। শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছে। তবে দুপুরের পর মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও তাঁকে কাশতে দেখা গিয়েছে। সেখানে এইচআর সিটি থোরাক্স (HR CT Thorax) হয়েছে বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির দাপুটে নেতাকে। কঠিন সময়ে হাসপাতালে তাঁকে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: গুলিতে ঝাঁজরা করনি সেনা প্রেসিডেন্ট সুখদেব সিং, প্রকাশ্যে হত্যাকাণ্ডের হাড়হিম সিসিটিভি ফুটেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement