ক্ষীরোদ ভট্টাচার্য: মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা। তড়িঘড়ি মদন মিত্রকে (Madan Mitra) পাঠানো হল এসএসকেএমের সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তবে বিধায়ক আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
সোমবার রাতে মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নং কেবিনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। বিধায়কের কাশি হচ্ছিল খুব। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। রাতভর মোটের উপর স্থিতিশীল ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত তেমন সমস্যা ছিল না। শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছিল। তবে দুপুরের পর মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও তাঁকে কাশতে দেখা যায়। সেখানে এইচআর সিটি থোরাক্স (HR CT Thorax) হয় বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। পর্যবেক্ষণে ছিলেন কামারহাটির দাপুটে নেতা।
বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি চিকিৎসকদের দল তাঁর চেক আপ করেন। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও মেডিসিনের চিকিৎসকরা রাতেই তাঁকে পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল মদন মিত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.